For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের ফাঁকা বাড়িতে করোনার জীবাণু, কোভিড–১৯ সংক্রমণে শৌচালয়ের ভূমিকা গুরুতর

চিনের ফাঁকা বাড়িতে করোনার জীবাণু, কোভিড–১৯ সংক্রমণে শৌচালয়ের ভূমিকা গুরুতর

Google Oneindia Bengali News

চিনের গুয়াংজুতে একটি অদখলিকৃত অ্যাপার্টমেন্টের বাথরুমে করোনা ভাইরাসের জীবাণু আবিষ্কার হয়েছে। জানা গিয়েছে যে বায়ুবাহিত রোগ–জীবাণু নর্দমার পাইপের মাধ্যমে উর্ধ্বমুখী হয়ে উঠেছে। এভাবেই ১৭ বছর আগে হংকংয়ে ছড়িয়ে পড়িয়েছিল বৃহৎ আকারে সার্স।

চিনের ফাঁকা বাড়িতে করোনার জীবাণু, কোভিড–১৯ সংক্রমণে শৌচালয়ের ভূমিকা গুরুতর


চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষকরা এ সংক্রান্ত একটি সমীক্ষা একটি জার্নালে এ মাসে প্রকাশ করেছেন। এই সমীক্ষায় উঠে এসেছে, সার্স–কোভ–২–এর চিহ্ন ফেব্রুয়ারিতে সনাক্ত করা গিয়েছে দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা একটি বহুতলের বাড়ির বাথরুমের সিঙ্ক, কল ও শাওয়ার হ্যান্ডেলে। এই বাথরুমটি পাঁচজন ব্যক্তির ঠিক বাড়ির ওপরেই ছিল এবং তাঁদেরও কোভিড–১৯ ধরা পড়েছিল।

টয়লেটে জল দেওয়ার ফ্লাশের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার না হওয়া পাইপ দিয়ে ক্ষুদ্র বায়ুবাহিত কণা কীভাবে এই ভাইরাস বহন করে নিয়ে আসে তার জন্য বিজ্ঞানীরা সাইট ট্রেসার সিমুলেশন পরীক্ষা চালিয়েছিল। বিজ্ঞানীরা দেখেছেন যে কোভিড–১৯–এর ক্ষেত্রে বাথরুমের ১০–১২ স্তরের ওপরে এরোসোল নামে কণাগুলি ভেসে থাকে। ফেব্রুয়ারির গোড়ার দিকে বহুতলের দু’‌টি তলে করোনা ভাইরাস কেস ধরা পড়ে। সার্স–কোভ–২–এর কণা মল থেকে পাইপের মাধ্যমে তাদের বাড়িতে ঢুকেছিল বলে উদ্বেগ প্রকাশ করা হয়। নতুন রিপোর্টে বলা হয়েছে যে, দু’‌দশক আগে হংকংয়ের অ্যাময় গার্ডেন প্রাইভেট হাউসিং এস্টেটের ৩২৯ জন আবাসিকের দেহে মারাত্মক তীব্র শ্বাসযন্ত্রের সিন্ড্রোম বা সার্স সনাক্ত হয়, যা ত্রুটিযুক্ত নিকাশি পাইপলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনায় ৪২ জন আবাসিক মারা যান, এটিকে সার্সের সবচেয়ে ধ্বংসাত্মক সম্প্রদায়ের প্রাদুর্ভাব হিসাবে তৈরি করে, যা কোনও করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট।

বিজ্ঞানীরা এও বলেন, '‌যদিও এ ক্ষেত্রে আবাসনের শেয়ার করা লিফটকেও বাদ দেওয়া যায় না, যা ২০০৩ সালে হংকংয়ের অ্যাময় গার্ডেনে সার্স প্রকোপের সঙ্গে সামঞ্জস্য।’‌ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন্টারন্যাশনাল ল্যাবরেটরির ডিরেক্টর লিডিয়া মোরাউস্কা বলেছেন, '‌মাল্টিস্টোরি বহুতলের বাড়িগুলি একটি ভাগ করা বর্জ্য জলের ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত করা থাকে।’‌ যখন কঠিন ও তরল উপাদানগুলি এই পাইপের মাধ্যমে যায়, নিকাশি গ্যাস যা প্রায়শই তাদের গন্ধ দ্বারা সনাক্তযোগ্য, সেগুলি জলের পর্যাপ্ত জলের অভাবে পাইপের মাধ্যমে বেড়িয়ে আসে। মোরাউস্কা বলেন, '‌যদি গন্ধ আসে তবে বুঝতে হবে যে বাতাস সেদিকে নিয়ে গিয়েছে এবং ওইদিকে যাওয়া উচিত নয়’‌

১.৫ লক্ষের গণ্ডী পেরোল রাজ্যের করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৯৭১.৫ লক্ষের গণ্ডী পেরোল রাজ্যের করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৯৭

English summary
the role of toilets is critical in coronavirus infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X