For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ছোঁয়াচ এড়াতে বাঙ্কারে গা ঢাকা দিচ্ছেন আমেরিকার ধনীরা

করোনার ছোঁয়াচ এড়াতে বাঙ্কারে গা ঢাকা দিচ্ছেন আমেরিকার ধনীরা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ বলা হয় নিউজিল্যান্ডকে। তারা প্রত্যেকটি ক্ষেত্রে সঠিক নেতৃত্ব ও কাজের মাধ্যমে সফলতা অর্জন করেছে। মহামারি করোনাভাইরাসের মোকাবিলাতেও তারা ইতিমধ্যেই সফল, ভাইরাসটির যথাযথ নিয়ন্ত্রনে সক্ষম হয়েছে দেশটি। এরমধ্যেই করোনার জেরে আমেরিকার অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে, সূত্রের খবর পরিস্থিতি থেকে বাঁচতেই আমেরিকার ধনীরা লুকিয়ে পড়ছেন নিউজিল্যান্ডের বাঙ্কারে।

করোনা যুদ্ধে সফলতার পথে নিউজিল্যান্ড

করোনা যুদ্ধে সফলতার পথে নিউজিল্যান্ড

এর আগে গত ২৪ মার্চ করোনা রুখতে দেশব্যাপী এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সে সময় দেশটিতে কোভিড-১৯'এ আক্রান্তের সংখ্যা ছিল ২০৫ জন। আর সুস্থতার সংখ্যা ছিল ২২ জন। তবে কোনো মৃত্যু ছিল না। লকডাউনের পর নিউজিল্যান্ডে করোনাভাইরাসে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১,৪৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৪ জন এবং নতুন সংক্রমণও কমে এসেছে।

মার্কিন কোটিপতিদের নজর নিউজিল্যান্ডের বাঙ্কার

মার্কিন কোটিপতিদের নজর নিউজিল্যান্ডের বাঙ্কার

আমেরিকায় মৃত প্রায় ৪০ হাজার। সংক্রমণ ও ছড়াচ্ছে দ্রুত। এমতাবস্থায়, আমেরিকার কোটিপতিরা তাদের বিলাসবহুল দ্রব্য এবং ধন-সম্পত্তি নিউজিল্যান্ডের বাঙ্কারে লুকোনোর জন্য ইতিমধ্যেই বিমান বুকিং শুরু করেছেন। কিন্তু , ১৬ই মার্চ দেশের সমস্ত সীমানা বন্ধ হওয়ায় মাত্র কয়েকজনই পালাতে সক্ষম হন।

মাটির তলায় প্রস্তুত ঝাঁচকচকে বাঙ্কার

মাটির তলায় প্রস্তুত ঝাঁচকচকে বাঙ্কার

মাটির তলাতেই ধনী ব্যক্তিরা প্রস্তুত রেখেছিলেন ঝাঁচকচকে বাঙ্কার। এই বাঙ্কারের বিবরণ শুনলে সাধারণ মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। এই অসময়ে সিলিকন ভ্যালির একজন নির্বাহী ব্যাঙ্কার প্রস্তুতকারক রাইজিং এস কোকে ফোন করে নিউজিল্যান্ডে অবস্থিত ১১ ফুট ভুগর্ভস্থ বাঙ্কারের গোপন দরজা খোলার পদ্ধতি সম্পর্কে জানতে চান।মার্কিন কোটিপতিরা এভাবেই বছরের পর বছর তাদের সম্পত্তি গোপন রাখতে এমন বাঙ্কার ব্যবহার করে থাকেন বলেই জানা যাচ্ছে। এই অসময়ে তা প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় ওয়াকিবহাল মহলে।

করোনায় ভারতের 'অফিশিয়াল' পরিসংখ্যান কি শুধুই হিমশৈলের উপরের অংশ! কোন কালো মেঘ আকাশে করোনায় ভারতের 'অফিশিয়াল' পরিসংখ্যান কি শুধুই হিমশৈলের উপরের অংশ! কোন কালো মেঘ আকাশে

English summary
the rich people of america arehiding in bunkers to avoid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X