For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষিত মানুষের তুলনায় অক্ষর জ্ঞানহীনদের স্মৃতিভ্রমের সম্ভাবনা প্রায় তিনগুণ

শিক্ষিত মানুষের তুলনায় নিরক্ষরদের স্মৃতিভ্রমের সম্ভাবনা প্রায় তিনগুণ

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে শিক্ষিত লোকেদের তুলনায় নিরক্ষর লোকেদের স্মৃতিভ্রমের সম্ভাবনা অনেক বেশি থাকে। নতুন এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বলছে, লেখাপড়া না জানা ব্যক্তিরা শিক্ষিত মানুষদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি স্মৃতিভ্রমের শিকার হন।

আমেরিকার ৩২০ লক্ষ মানুষ বর্তামানে নিরক্ষর

আমেরিকার ৩২০ লক্ষ মানুষ বর্তামানে নিরক্ষর

সম্প্রতি আমেরিকান একাডেমী অব নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজির একটি অনলাইন সংখ্যায় এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা দফতরের মতে, দেশে প্রায় ৩২০ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ বর্তমানে নিরক্ষর।

এই প্রসঙ্গে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভেজ্লোস কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস কলেজের গবেষক জেনিফার জে ম্যানলি বলেন, " পড়তে ও লিখতে সক্ষম ব্যক্তিদের মস্তিষ্ক একাধিক চিন্তন যোগ্য ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হওয়ায় আরও বেশি কাজ করার সুযোগ পায়। যেমন সংবাদপত্র পড়া বা বাড়ির বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করার ফলে তাদের মস্তিষ্ক অনেক বেশি সতেজ থাকে।"

 প্রাথমিকভাবে ৯৮৩ জনের উপর চালানো হয় সমীক্ষা

প্রাথমিকভাবে ৯৮৩ জনের উপর চালানো হয় সমীক্ষা

প্রাথমিকভাবে গড়ে ৭৭ বছর বয়সী ৯৮৩ জন মানুষের উপর আমেরিকায় এই সমীক্ষা চালানো হয়। যারা প্রত্যেকেই চার বছর বয়সে বা তার আগে স্কুলে ভর্তি হন। পড়তে ও লিখতে শেখার উপর ভিত্তি করে এরপর তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়। যার মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা ছিল ৭৪৬ জন ও নিরক্ষর লোকের সংখ্যা ছিল প্রায় ২৩৭ জন।

 চার বছর পর উঠে আসে নতুন তথ্য

চার বছর পর উঠে আসে নতুন তথ্য

প্রায় চার বছর ধরে চলা গবেষণার শুরুতে দেখা যায়, ২৩৭ জন নিরক্ষর লোকের মধ্যে ৮৩ জন (৩৫ শতাংশ) স্মৃতিভ্রমের দ্বারা আক্রান্ত। অন্যদিকে শিক্ষিত ৭৪৬ জনের মধ্যে ১৩৪ জন (১৮ শতাংশ) স্মৃতিভ্রমের শিকার।

অন্যদিকে বয়স, আর্থ-সামাজিক অবস্থা, স্বাস্থ্য সুরক্ষা এবং পাশাপাশি হৃদরোগের সম্ভাবনা যাচাইয়ের পর দেখা যায়, যে সমস্ত মানুষ পড়তে বা লিখতে পারেন তার শিক্ষিত মানুষদের তুলনায় স্মৃতিভ্রমের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে গেছে। সমীক্ষায় অংশগ্রহণকারী ২৩৭ জন নিরক্ষর লোকেদের মধ্যে ১১৪ জনের মধ্যে বর্তমানে ১১৪জনের(৪৮ শতাংশ) মধ্যে স্মৃতি ভ্রমের লক্ষণ দেখা গেছে। পাশাপাশি শিক্ষিত ৭৪৬ জনের মধ্যে মোট ২০১ জন স্মৃতিভ্রমের শিকার হয়েছে(২৭ শতাংশ)।

মাত্র কয়েক বছরের পড়াশোনায় সুফল আজীবন

মাত্র কয়েক বছরের পড়াশোনায় সুফল আজীবন

নিউ ইয়র্কের গবেষক জেনিফার জে ম্যানলি এই নতুন গবেষণা সম্পর্কে আরও বলেন, "এই ফলাফলগুলি থেকে বোঝা যায় যে পড়াশোনা আমাদের মস্তিষ্ককে অনেকভাবে মজবুত করতে সহায়তা করে। যা স্মৃতিভ্রম প্রতিরোধও সহায়তা করে। গবেষণায় উঠে আসা তথ্যেই দেখা যাচ্ছে মাত্র কয়েক বছরের পড়াশোনায় মিলতে পারে আজীবন সুবিধা। "

English summary
Illiterates are far more likely to be in the tendency of dementia than educated, the report revealed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X