For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের এই ছবিতেই স্পষ্ট এবারের জি ৭ শীর্ষ সম্মেলনের মেজাজ, দেখুন

জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিই এই বছরের জি ৭ শীর্ষ সম্মেলনের মেজাজটা বলে দিচ্ছে

Google Oneindia Bengali News

শনিবারই শেষ হয়েছে জি ৭ শীর্ষ সম্মেলন। কানাডায় অনুষ্ঠিত এবছরের এই সম্মেলনের বেশ কিছু ছবির মধ্যে জার্মান চ্যান্সেলরের অ্যাঞ্জেলা মের্কেল-এর একটি ছবি বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। শনিবারই ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করছে মের্কেলের সোশাল মিডিয়া টিম। তারপর থেকেই আলোচনার কেন্দ্রে এই ছবি। কেউ কেউ বলছেন এটাই সম্মেলনের 'আইকনিক ছবি'। যে সম্মেলনে বাকি সবকটি দেশের নেতাদের সামনে চাপে পড়ে আগে ভাগে বিদায় নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ছবিতেই স্পষ্ট এবারের জি ৭ শীর্ষ সম্মেলনের মেজাজ

ছবিটিতে দেখা যাচ্ছে একটি টেবিলের একপাশে প্রায় 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' ভঙ্গিতে বসে আছেন ট্রাম্প। আর টেবিলের উল্টোদিকে কঠিন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন জার্মান চ্যান্সেলর মের্কেল। শান্ত অথচ শীতল চাহনির স্থির দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন ট্রাম্পের দিকে। হাত দুটো দৃঢ়ভাবে টেবিলের উপর রাখা। হাতের নিচে কিছু নথি রয়েছে। ছবিটির সঙ্গে ক্যাপশনে মের্কেল লেখেন, 'কানাডায় জি ৭ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন, দুই ওয়ার্কিং সেশনের মাঝখানে তাৎক্ষণিক বৈঠক। '

ঘটনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের বাইরে কারোর পক্ষে সেসময় ঠিক কি ঘটছিল বলা সম্ভব নয়। কিন্তু কল্পনাতে তো গরু গাছেও চড়ে, তাই মানুষের কল্পনায় লাগাম দেবে কে? এই ছবিটি মানুষের কল্পনা, অনুমানকে উস্কে দিয়েছে। কেউ কেউ মনে করছেন, ছবিটিতে মের্কেলকে যেরকম আগ্রাসী মনে হচ্ছে, আর পাশাপাশি ট্রাম্প যেরকম রক্ষণাত্মক ভঙ্গীতে বসে আছেন, তাতে এই ছবি পোস্ট করে মের্কেল ও তাঁর দলবল জার্মানীর ক্ষমতা প্রকাশ করলেন। আবার কারোর মতে এটাই এবারের শীর্ষ সম্মেলনে ট্রাম্প কী পরিমাণ আক্রমণের মুখে পড়েছিলেন তা বুঝিয়ে দিয়েছে।

যাই ঘটে থাকুক আপাতত ইন্টারনেট জুড়ে ব্যাপক চর্চা চলছে ছবিটি নিয়ে। সাংবাদিক এলেনা ক্রেস্কি এই ছবিটি পোস্ট করাকে মের্কেলের 'বিগ পাওয়ার মুভ' হিসেবে দেখছেন। কেউ আবার বলছেন, 'ম্যাডাম মের্কেল ট্রাম্প কে কী সুন্দর করে শিক্ষা দিচ্ছেন!' কোনও কোনও মার্কিন আবার তাঁদের প্রেসিডেন্টের 'শিশুসুলভ' আচরণের জন্য মের্কেলের কাছে দুঃখপ্রকাশ করেছেন। কেউ বলছেন 'মের্কেল, দেখিয়ে দিন কে আসল বস!' মার্কিন সাংবাদিক ড্যান রেদারের আবার ছবিটি দেখে রেনেসাঁস যুগের পেইন্টিংস-এর কথা মনে পড়ে গেছে। তাঁর মতে এই ছবিতে যেন 'এক ফ্রেমে জটিল মানব আখ্যান' ধরা পড়েছে।

তবে ছবিটিতে মের্কেল আর ট্রাম্প একা ছিলেন না। জাপানি প্রধাণমন্ত্রী শিনজো আবে, মার্কিন ন্যাশনাল সিকিওরিটি অ্যাডভাইসার জন বোল্টন সহ আরও বেশ কয়েকজন রাষ্ট্রনেতা ও কূটনীতিক তাঁদের আশপাশে ছিলেন। জেরুসালেম ইস্যু থেকে বানিজ্য কর বৃদ্ধি, ইরানের পরমাণু চুক্তি বাতিল - এরকম বিভিন্ন সিদ্ধান্তে আমেরিকা-ইউরোপ অক্ষে একা হয়ে পড়েছেন ট্রাম্প। উত্তর কোরিয় প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে ১২ জুন ঐতিহাসিক বৈঠক করবেন তিনি। তাঁর প্রস্তুতির দোহাই দিয়ে জি ৭ সম্মলন থেকে আগেভাগে বিদায় নিয়েছেন তিনি। কিন্তু সমালোচকরা বলছেন বাকি দেশগুলির তীব্র আক্রমণের মুখে পড়েই কোনওক্রমে পালিয়ে বেঁচেছেন 'শিশুসুলভ' মার্কিন প্রেসিডেন্ট।

English summary
A picture of German Chancellor Angela Merkel and United States president Donald Trump is said to give the essence of this year's G 7 summit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X