For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

USA আফগানিস্তানে সেনা নামিয়ে জটিলতা বাড়িয়েছে দাবি পাক প্রধানমন্ত্রীর

USA আফগানিস্তানে সেনা নামিয়ে জটিলতা বাড়িয়েছে দাবি পাক প্রধানমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

নিকষ কালো তালিবান শাসনের দিকে এগিয়ে চলেছে আফগানিস্তান। তালিবানদের দাবি, তারা ইতিমধ্যেই দেশটির ৮৫ শতাংশ দখল করে ফেলেছে। এমন সময়েই আফগানিস্তানে আমেরিকার ভূমিকা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তাঁর বক্তব্য, আফগানিস্তানে গোটা বিষয়টাই ঘেঁটে ফেলেছে আমেরিকা।

কী বললেন ইমরান খান?

কী বললেন ইমরান খান?

২০০১ সালে আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল আমেরিকা। মার্কিন দেশের একটি সংবাদমাধ্যমের শো-তেই পাক প্রধানমন্ত্রী আমেরিকার এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেন৷ পাশাপাশি এও বলেন যে, এই মুহূর্তে আফগানিস্তানে সমস্যা মেটানোর একটাই উপায়। তা হল তালিবানদের সঙ্গে সমঝোতা করা। তাদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত।

২০ বছর ধরে তালিবানের সঙ্গে সংঘর্ষ করছে USA

২০ বছর ধরে তালিবানের সঙ্গে সংঘর্ষ করছে USA

বলে রাখা ভাল, প্রায় কুড়ি বছর ধরে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর সম্প্রতি আমেরিকা এবং ন্যাটো জোটের অন্তর্গত সমস্ত রাষ্ট্র সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কাবুলিওয়ালার দেশ থেকে। জো বাইডেন জানিয়েছেন, ৩১ অগাস্টের মধ্যে মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হবে৷ ইমরান এদিন আফগানিস্তানে আমেরিকার সেনা পাঠানোরই সমালোচনা করেন।

সেনা সরানো নিয়ে কী বললেন ইমরান?

সেনা সরানো নিয়ে কী বললেন ইমরান?

ইমরান বলেন, '২০০১ সালে আফগানিস্তানে সেনা অভিযান করেছিল আমেরিকা। কিন্তু তখন সেখানে সেরকম কোনও পরিস্থিতির প্রয়োজনই ছিল না। আর আমার মতো মানুষরা যখন প্রথম থেকেই বলছিলাম যে আফগানিস্তানে সেনা পাঠানোর কোনও প্রয়োজনই নেই৷ তখন আমাকে আমেরিকা বিরোধী বলে দেগে দেওয়া হয়েছিল৷ আমাকে তালিবান খানও বলা হয়েছিল।'

তালিবানের সঙ্গে সমঝোতা!

তালিবানের সঙ্গে সমঝোতা!

ইমরানের মতে আফগানিস্তানে ন্যাটো জোটের দেড় লক্ষ সেনাবাহিনী থাকাকালীনই সমঝোতার কথা বলা উচিত ছিল। এখন মাত্র দশ হাজার সেনা রয়েছে আফগানিস্তানে। কাজেই এখন রাজনৈতিক পথে গোটা সমস্যার সমাধান করাও সম্ভব নয় আমেরিকার পক্ষে৷

English summary
Pak-PM Imran Khan has claimed that in 2001 USA has increased the complexity by sending troops to Afghanistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X