For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিধুকে ঘুরিয়ে প্রধানমন্ত্রী পদের দাবিদার বলে স্তুতি পাক প্রধানমন্ত্রী ইমরানের

সিধুকে প্রধানমন্ত্রী পদের দাবিদার বানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

  • |
Google Oneindia Bengali News

নারোয়াল জেলায় গুরুনানকের তৈরি গুরুদ্বার সাহিবের জন্য কর্তারপুর করিডোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর প্রশংসা করে ঘুরিয়ে ভারত সরকারের সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকী সিধুকে প্রধানমন্ত্রী পদের দাবিদারও বানিয়ে দিলেন তিনি।

এদিন ইমরান বলেন, যে মুসলমানরা মদিনার থেকে ৪ কিমি দূরে দাঁড়িয়ে থাকে তবে সীমান্ত পেরিয়ে পৌঁছতে পারে না, তবে যখন সুযোগ পায় যে খুশি তাদের চোখে-মুখে হয়, সেরকমই খুশি আজ অনেকের মধ্যে হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে একটাই ইস্যু। তা হল কাশ্মীর। আমাদের দুই দেশের নেতৃত্ব বসে এই সমস্যার সমাধান করুক। আমাদের সম্পর্ক কতটা মজবুত হতে পারে তা কল্পনাতীত। বলেছেন ইমরান খান।

শুনেছি আমার শপথগ্রহণ অনুষ্ঠান আসায় সিধুকে দেশে ফিরে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আমি বুঝতে পারছি না কেন এমন হল? ও তো শুধু শান্তি ও ভ্রাতৃত্বের কথা বলতে এসেছিল। ও পাকিস্তানের পাঞ্জাবে এসে নির্বাচনে লড়তে পারে। এখানেও জিতে যাবে। আশা করি দুই দেশের সম্পর্কের উন্নতিতে সিধুর প্রধানমন্ত্রী হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে না।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল বলেন, যদি বার্লিনের দেওয়াল ফেলে দেওয়া হতে পারে তাহলে ভারত-পাকিস্তানের হিংসা ও ঘৃণাও বর্জন করা যেতে পারে। বাবা নানকের নামে এই অনুষ্ঠান এক নতুন শুরু হতে পারে।

দুই দেশের সরকারকেই বুঝতে হবে আমরা জীবনে এগিয়ে গিয়েছি। আমার বাবা বলত পাঞ্জাব থেকে লাহোরে মেল ট্রেন যায়। আমি বিশ্বাস করি সেটা পেশোয়ার তথা আফগানিস্তান সীমান্ত পর্যন্ত যেতে পারে।

English summary
The only issue between us is Kashmir, all it needs is to resolve this issue, says Imran Khan on Kartarpur border ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X