For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনে চিনে রেকর্ডহারে বৃদ্ধি করোনার! জারি লকডাউন, উদ্বেগ বাড়ছে প্রশাসনের

একদিনে চিনে রেকর্ডহারে বৃদ্ধি করোনার! জারি লকডাউন, উদ্বেগ বাড়ছে প্রশাসনের

  • |
Google Oneindia Bengali News

প্রায় দুই বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গী বিশ্ব। কোভিদের প্রথম আবির্ভাব হয়েছিল চিন থেকে। যদি ভ্যাকসিন, বুস্টার শট নেওয়ার পর থেকে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। ক্রমশ নিম্নমুখী ভাইরাসের গ্রাফ। কিন্তু উদ্বেগ বাড়িয়ে চিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে লকডাউনও ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক ছন্দে বিশ্ব ফিরলেও পুরোপুরি কিন্তু স্বাভাবিক হতে পারছে না। মানুষকে এখনও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে।

চিনে করোনা আক্রান্তের সংখ্যা

চিনে করোনা আক্রান্তের সংখ্যা

চিনে রবিবার একদিনে নতুন করে ৩১০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা দুবছরের মধ্যে সর্বাধিক। কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। উদ্বেগ বাড়ছে চিন প্রশাসনের। দেশের লক্ষ্য লক্ষ্য ঘরবন্দি হতে শুরু করেছে।

স্বাস্থ্য কমিশন বলছে

স্বাস্থ্য কমিশন বলছে

জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, দু'দিন ধরে করোনা কেস ক্রমশই শীর্ষে উঠছে। প্রায় ১ হাজার করে মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের কেস ৩১০০ শোর বেশি।

দায়ী ওমিক্রন কিন্তু কেন?

দায়ী ওমিক্রন কিন্তু কেন?

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছেন, চিনে কোভিড বৃদ্ধির কারণ হল ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই প্রজাতি কিন্তু বেশি সংক্রমণযোগ্য। যদিও এই প্রজাতি কিন্তু মূল কোভিড ভাইরাসের থেকে কম গুরুতর।

 বন্ধ বাস, মেট্রো

বন্ধ বাস, মেট্রো

ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনের শেনজেন শহরে। এই শহরে প্রায় ১৭ মিলিয়নের বেশি মানুষ বসবাস করেন। আক্রান্তের সংখ্যা কমাতে এই শহরটিতে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ, সোমবার থেকে শহরের বাস ও মেট্রো পরিষেবা রাখা হবে। ভিড় এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 জারি লকডাউন

জারি লকডাউন

শনিবার থেকে চিনের জিলিন শহরে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। ইরানজিম প্রদেশে ৭ লক্ষের বেশি মানুষ সেখানে বসবাস করে। কিন্তু করোনার প্রভাবে আজ তারা ঘরবন্দি, রবিবার থেকে লকডাউন জারি করা হয়েছে সেখানে।

 ভিড় এড়াতে বলা হচ্ছে

ভিড় এড়াতে বলা হচ্ছে

সম্পূর্ণ লকডাউন ছাড়াও অনেক জায়গায় করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য স্কুল রেস্তোরাঁ শপিংমল ও অন্যান্য পাবলিক সেক্টরের স্থানীয় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভিড় এড়াতে বলা হচ্ছে, মাক্স এবং স্যানিটাইজার ব্যবহার করবার জন্য বারবার জানানো হচ্ছে।

সাংহাইতে স্কুল বন্ধ

সাংহাইতে স্কুল বন্ধ

সাংহাই কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে। চিনে নতুন ভাবে করোনার প্রাদুর্ভাবের জন্য দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা ব্যবস্থা করা শুরু হয়েছে। শেনজেন শহরটিতে করোনা পরীক্ষার তৃতীয় দফা পরীক্ষা চলছে। চলতি মাসের শুরুর দিকে একজন চিনা কর্মকর্তা দাবি করে জানিয়েছিলেন, করোনা মহামারির প্রকোপ কমানোর সেরা শহরএটি। যদিও তিনি চিন থেকেই যে করোনার প্রথম উদ্ভব তাও তিনি জানিয়েছিলেন।

 উদ্বেগ বাড়ছে হংকং প্রদেশ নিয়ে

উদ্বেগ বাড়ছে হংকং প্রদেশ নিয়ে

হংকং পরিস্থিতিও কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে। সেখানেও কিন্তু বাড়ছে ক্রমশ করোনার হানা। রবিবার হংকংয়ের এক কর্মকর্তা জানান, নতুন করে ২৭ হাজার ৬৪৭ জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। যেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জন।

রেহাই নেই উহানেরও

রেহাই নেই উহানেরও

করোনা সংক্রমণ থেকে চিনের উহান প্রদেশও। যদিও উহান থেকে প্রায় দুই বছর আগেই করোনার প্রাদুর্ভাব ছড়িয়েছিল। সেখানেও বাড়ছে করোনার হানাও। এখন পর্যন্ত প্রায় ৬ মিলিয়নের বেশি মানুষ কোভিড ভাইরাসে প্রাণ হারিয়েছেন। তবে এখন প্রশ্ন, আদৌ কী করোনা থেকে রেহাই মিলবে আমাদের, বিশ্ব কী ভাইরাস মুক্ত হবে!

করোনা পজিটিভ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বার্তা পাঠালেন মোদীকরোনা পজিটিভ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বার্তা পাঠালেন মোদী

English summary
the number of corona cases is increasing in china covid graph is also growing in wuhan hong kong shenzhen etc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X