For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন মোড়কে হাজির হতে চলেছে হোয়াটসঅ্যাপের নবতম ভার্সন

নতুন মোড়কে হাজির হতে চলেছে হোয়াটসঅ্যাপের নবতম ভার্সন

  • |
Google Oneindia Bengali News

বর্তমান যুব-সমাজ হোয়াটসঅ্যাপ ছাড়া প্রায় এক কথায় অচল। তাই এই তাদের কথা মাথায় রেখে ও নতুন প্রজন্মকে আকর্ষিত করতে নতুন মোড়কে হাজির হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই নবতম ভার্সনটি। একের পর এক আপডেটের মাধ্যমে নিত্যনতুন ফিচার নিয়ে এসে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপটি। এবার খোলনচে বদলে নিজেদেরকে আরও জনপ্রিয় করে তুলতে হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে 'ডার্ক মোড’। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সনটি ব্যবহার করতে পারবেন এন্ড্রোয়েড এবং আইওএস ব্যবহারকারীরা।

কি রয়েছে এই নতুন ভার্সনটিতে ?

কি রয়েছে এই নতুন ভার্সনটিতে ?

শুরুতেই আসা যাক ‘স্প্যাল্স স্ক্রিনের' প্রসঙ্গে। বর্তমানে আপনি যখন হোয়াটসঅ্যাপ খোলেন, প্রথমেই আপনার স্মার্ট ফোনের স্ক্রিনে এসে হাজির হয় আপনার সাম্প্রতিক চ্যাট লিস্ট। যেখানে থাকে হোয়াটসঅ্যাপের পূর্ব নির্ধারিত থিম। কিন্তু এরপর থেকে হোয়াটঅ্যাপকে আরও ‘ইউজার ফ্রেন্ডলি' করতে আসতে চলেছে ‘স্প্যাল্স স্ক্রিন' ফিচার। টানা একবছর ব্যবহারকারীদের উপর সমীক্ষা চালানোর পর এই নতুন প্রযুক্তির ভাবনা এই বহুল প্রচারিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির। সূত্রের খবর, পরবর্তীতে এই নয়া প্রযুক্তির উদ্ভাবনের ফলে বন্ধুদের শেয়ার করা স্ট্যাটাসের ছবি ও ভিডিও ডাউন লোড করা যেতে পারে।

মিউটেড স্ট্যাটাস

মিউটেড স্ট্যাটাস

বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনও ব্যাক্তির স্ট্যাটাস আপডেট দেখতে না চাইলে সহজেই ‘মিউট' করা সম্ভব। পাশাপাশি স্ট্যাটাস তালিকার একদম শেষে "মিউটেড স্ট্যাটাস" নামে একটি জায়গায় সাময়িক ভাবে বন্ধ করা ওই স্ট্যাটাস গুলি দেখতে পাওয়া যায়। কিন্তু এই নতুন আপডেটের মাধ্যমে এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ক্ষেত্রে। সূত্রের খবর, নতুন আপডেটের পর মিউট করা স্ট্যাটাস গুলি দেখার জন্য হোয়াটসঅ্যাপ মেনু বারে "মিউটেড স্ট্যাটাস" নামে নামে নতুন এক ফিচার সংযুক্ত হতে চলেছে।

সেলফ-ডেস্ট্রাকটিভ ফিচার

সেলফ-ডেস্ট্রাকটিভ ফিচার

নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই একটি স্ন্যাপ চ্যাটের মতো সেলফ-ডেস্ট্রাকটিভ ফিচার চালু করতে চলেছে। এরপর থেকে আপনি খুব শীঘ্রই আপনি ৫ সেকেন্ড, ১ ঘণ্টা, ১ দিন, ৭দিন এমনকি ৩০দিন পরেও আপানার পাঠানো মেসেজ প্রত্যাহার করতে পারবেন, তার ফলে বার্তা গ্রাহকও সেই মেসেজগুলি আর দেখতে পাবে না। সূত্রের খবর, পাশাপাশি ‘ডিলিট ফর এভরিওয়ান বাটনটিও' থাকবে হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সনে।

ডার্ক মোড

ডার্ক মোড

অন্যদিকে হোয়াটসঅ্যাপের সর্বাধিক প্রত্যাশিত বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম হলো এই ‘ডার্ক মোড'। বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনটিতে এই ডার্কমোডের ব্যবহার পরীক্ষামূলক ভাবেও শুরুও হয়েছে। নতুন ইমোজী, নতুন চ্যাট থিমের পাশাপাশি বাবেল চ্যাটের সুবিধাও থাকতে চলেছে এই নয়া উদ্ভাবনায়। এই নতুন ফিচারের সংযোজনার ফলে রাত্রিবেলা কম আলোয় চ্যাটের ক্ষেত্রে এই ডার্ক থিম বিশেষ সহায়ক হতে চলেছে বলেও জানাচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। পাশাপাশি ব্যবহারকারীরা নিজের পছন্দ মতো ‘ডার্ক থিমের' পাশাপাশি ‘ডিফল্ট থিমের' ব্যবহারও করতে পারবেন।

English summary
'Dark Mode' feature of WhatsApp will be available soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X