
মোদীকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী, ভারতের সঙ্গে সু-সম্পর্ক চান শাহবাজ
অনাস্থা ভোটে ইমরান কে সরিয়ে পাকিস্তানের মসনদে বসেছেন শাহবাজ শরিফ। গতকাল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী৷ সঙ্গেই তিনি দু'দেশের মানুষের দারিদ্র্য দূর ও উন্নয়নে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছিলেন। মঙ্গলবারই তাঁরই জবাব দিলেন শাহবাজ । তিনি মোদীকে ধন্যবাদ জানিয়েছেন৷ সঙ্গেই এবং উল্লেখ করেছেন যে পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়। টুইট করেই এই বার্তা জানিয়েছেন শাহবাজ। যদিও গতকালই প্রধানমন্ত্রী হওয়ার পরই নিজের প্রথম ভাষণে কাশ্মীর সমস্যার সমাধান সহ ভারতের সঙ্গে সম্পর্ক শোধরানোর কথা বলেছিলেন শরিফ!

শাহবাজ তাঁর প্রথম টুইটে কাশ্মীরের কথা উল্লেখ করে বলেছিলেন, জম্মু ও কাশ্মীর সহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। মঙ্গলবার আরও একটি টুইটে শাহবাজ শরিফ বলেন, অভিনন্দনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়। জম্মু ও কাশ্মীর সহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগ সর্বজনবিদিত। আসুন শান্তি রক্ষা করি এবং আমাদের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের দিকে মনোনিবেশ করি।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়ে টুইটে লিখেছিলেনচ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য এইচ.ই. মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন। ভারত সন্ত্রাসমুক্ত পাকিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চায়, যাতে আমরা আমাদের উন্নয়নের চ্যালেঞ্জগুলির উপর ফোকাস করতে পারি এবং আমাদের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।
যদিও সোমবার নিজের প্রথম ভাষণে শাহবাজ শরিফ বলেছিলেন, তিনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান তবে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া তা কোনওভাবেই সম্ভব নয়।সাংবাদিকদের প্রশ্নের উত্তরেন গতকাল শাহবাজ বলেন, 'আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া তা কোনওভাবেই সম্ভব নয়।'
তিনি আরও যোগ করেন, ' আমরা প্রতিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাশ্মীর ইস্যুটি উত্থাপন করব।' এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেও তিনি বলেছিলেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দেব যে, উভয় দিকেই দারিদ্র্য রয়েছে। আমি আহ্বান জানাই যে তিনি এসে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করুন এবং তারপরেই একসঙ্গে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই সম্ভব।'