For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাসের পাতায় কি নয়া রদবদল! পাকিস্তানের নামকরণ নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে

গবেষণা বলছে, ১৯৩৩ সালে চৌধুরী রহমত আলি নন, ১৯২৮ সালে কাশ্মীরি সাংবাদিক গুলাম হাসান শাহ কাজমি প্রথম 'পাকিস্তান' শব্দটির অবতারণা করেন।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান সরকারকে হয়ত সেদেশের ইতিহাসের পাতায় নতুন করে বদল আনতে হবে। নতুন গবেষণা যদি সত্যি হয় তাহলে বলতে হবে, ১৯৩৩ সালে চৌধুরী রহমত আলি নন, ১৯২৮ সালে কাশ্মীরি সাংবাদিক গুলাম হাসান শাহ কাজমি প্রথম 'পাকিস্তান' শব্দটির অবতারণা করেন।

পাকিস্তানের নামকরণ নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে

পাকিস্তানি সংবাদপত্র ডন নিউজের উর্দু সংষ্করণে পাকিস্তানি ইতিহাসবিদ ও কবি আকিল আব্বাস জাফিরি বলেছেন, সাংবাদিক কাজমি অ্যাবোটাবাদে একটি পাকিস্তান নামে সংবাদপত্র চালাতে গিয়ে এই নামের অবতারণা করেন।

বলা হচ্ছে, ১৯২৮ সালে মুম্বইয়ে (তৎকালীন বম্বে) থাকার সময়ে ১ জুলাই সরকারের কাছে সাপ্তাহিক সংবাদপত্র পাকিস্তান চালু করতে চেয়ে তিনি আবেদন করেন। সেই প্রথম উপমহাদেশে পাকিস্তান শব্দটি প্রথমবার ব্যবহার হয় বলে জাফিরি দাবি করেছেন।

এতদিন ধারণা করা হতো, চৌধুরী রহমত আলি তাঁর বুকলেট 'নাও অর নেভার'-এ পাকিস্তান শব্দটির অবতারণা করেন। সেটা কেমব্রিজের দ্বারা ১৯৩৩ সালের ২৮ জানুয়ারি প্রকাশিত হয়েছিল। তবে নতুন গবেষণায় এবার হইচই বাঁধল বলে।

প্রসঙ্গত, ১৯৩৭ সাল পর্যন্ত কাজমির সংবাদপত্রটি চলেছিল। পাকিস্তানি রাজনীতিবিদ খান সাহিব ফ্রন্টিয়ার প্রদেশে ক্ষমতা পেয়েই এই সাপ্তাহিকে প্রকাশনা বন্ধ করে দেন।

English summary
Pakistan was coined by a Kashmiri journalist, Ghulam Hassan Shah Kazmi in 1928, and not Choudhary Rehmat Ali in 1933
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X