জুম্মার নমাজ না পড়ায় ৬ মালয়েশিয়কে চরম সাজা
জম্মার নমাজ পড়া বাধ্যতামূলক মালয়েশিয়ায়। কিন্তু ৬ মুসলিম যুবক সেটা না করে পিকনিক করছিলেন। হাতে নাতে ধরা পড়ে যান তারা। তারপর যা হয় সেটা যাকে বলে একরম নজিরবিহীন ঘটনা।

গত শুক্রবার নমাজ না পড়ে ১৭ থেকে ৩৫ বছর বয়সী ওই ছয় জন একটি ঝরনার ধারে পিকনিক করছিেলন। নমাজ না পড়ে পিকনিক করায় তাঁদের চরম সাজা দেওয়া হয়। এক মাসের জেল মোটা টাকা জরিমানাও করা হয় তাঁদের। অভিযুক্তরা সকলেই মলয়েশিয়ার তেরেঙ্গানু এলাকার বাসিন্দা। এই এলাকাটি কট্টর মুসলিমপন্থীদের জন্য পরিচিত।
মালয়েশিয়ার শরিয়া আইনে তাঁদের সাজা দেওয়া হয়েছে। তাঁরা এখনও জামিনে মুক্ত থাকলেও। দোষী সাব্যস্ত হলে আড়াই বছর পর্যন্ত জেল হতে পারে। এর আগে কখনও এভাবে চরম সাজা দেওয়া হয়নি। নজির বিহীন ভাবেই ৬ জনকে কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।
মলয়েশিয়ায় সমকামী সম্পর্কের বিরুদ্ধেও কড়া শাস্তিন নিদান আছে। একমাস আগেই সমকামী সম্পর্ক রাখায় প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।