For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যারিস হামলার মূল চক্রী যুক্ত ছিল মুম্বই ২৬/১১-তেও, তথ্যচিত্র প্রকাশ জার্মান সংস্থার

প্যারিস হামলার মূল চক্রী যুক্ত ছিল মুম্বই ২৬/১১-তেও, তথ্যচিত্র প্রকাশ জার্মান সংস্থার

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের নাগরিক মহম্মদ ঘানি ওসমান প্যারিস হামলার দায়ে সে ফ্রান্সের জেলে রয়েছে। সম্প্রতি প্যারিস হামলার পেছনে যারা ছিল তাদের নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছে জার্মান ব্রডকাস্ট ডিডব্লিউ। এই তথ্যচিত্র সামনে আসার পর আরও একবার পাকিস্তামের জঙ্গী কার্যকলাপের পরিষ্কার তথ্য সারা বিশ্বের সামনে উন্মোচিত হল৷ ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী শহরে জঙ্গিহামলার ঘটনায় ওসমান গ্রেফতার হয়েছিল৷ জানা গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ওসমান৷

কী বলছে জার্মান তথ্যচিত্র?

কী বলছে জার্মান তথ্যচিত্র?

জার্মান ব্রডকাস্ট প্রকাশিত তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে কীভাবে পাকিস্তানি গোয়েন্দ সংস্থা ISI জঙ্গী কার্যকলাপে মদত দিয়ে থাকে। জার্মান তথ্যচিত্রটি লন্ডনের সুরক্ষা বিশেষজ্ঞ সাজন গোয়েলের বক্তব্য প্রকাশ করেছে। ভিডিওটিতে সাজন বলছেন, ' এই ব্যাক্তি (মহম্মদ ঘানি ওসমান) লস্কর-ই-তৈবার মাথাদের একজন। ২০০৮ সালে ভারতে হওয়া মুম্বই হামলার পরিকল্পনার সঙ্গে ভালো মতো যুক্ত ছিল ওসমান৷'

হেডলির সঙ্গে ঘনিষ্ঠতা

হেডলির সঙ্গে ঘনিষ্ঠতা

২৬/১১ র মূল চক্রী পাকিস্তান বংশদ্ভুত ডেভিড কোলেমান হেডলির সঙ্গেও ওসমানের ঘনিষ্ট যোগাযোগ ছিল বলে জার্মানির তথ্যচিত্রটি দাবি করেছে। ২০০৮ এ মুম্বই হামলার প্ল্যান তৈরি করার জন্য ওসমান-হেডলি একসঙ্গে কাজ করত বলে দাবি করা হয়েছে তথ্যচিত্রটিতে৷ ২০১৯ সালে ওসমানকে জেরাও করেছিল NIA, ওসমান ছাড়াও এক অজ্ঞাত পরিচয় 'সাজিদ মিরের' কথা উল্লেখ করেছে তথ্যচিত্রটি।

সাজিদ মিরের কে?

সাজিদ মিরের কে?

এখন পর্যন্ত নাম ছাড়া বেশি কিছু জানাসম্ভব হয়নি সাজিদ সম্পর্কে। আলো আঁধারিতে নিজেকে ঢেকে রাখে সাজিদ৷ জার্মান তথ্যচিত্রে দাবি করা হয়েছে হেডলি থেকে ওসমান ছাড়া বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের মস্তিষ্ক হিসেবে কাজ করে সাজিদ। প্যারিস হোক কিংবা ভারত নাশকতা চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ ও জিনিসপত্র জোগাড় করা থেকে প্ল্যান সফল হওয়া সমস্ত রকমের সাহায্য করে সাজিদ

English summary
The main culprit behind the Paris attacks also linked to Mumbai 26/11, according to a German documentary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X