For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে আইন পাশ হচ্ছে তাতে যেন কেউ বৈষম্যের শিকার না হয়, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের

যে আইন পাশ হচ্ছে তাতে যেন কেউ বৈষম্যের শিকার না হয়, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের

Google Oneindia Bengali News

সংসদের নিম্ন কক্ষে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি নয় রাষ্ট্রপুঞ্জ। তবে উদ্বেগের কারণ এটাই যে আইন পাশ হতে চলেছে তাতে যেন কারোও প্রতি বৈষম্য না করা হয়, এটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

যে আইন পাশ হচ্ছে তাতে যেন কেউ বৈষম্যের শিকার না হয়, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের


মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়াত্রেসের মুখপাত্র ফারহান হক বলেন, '‌আমি যতদূর জানি, বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কোনও দেশের আইনি প্রক্রিয়া নিয়ে আমরা মন্তব্য করতে পারি না।’‌ এর পরে তিনি বলেন, '‌আমরা নিশ্চিত হতে চাই, ভারতে যে বিলটি পাশ হচ্ছে, তাতে যেন কারও প্রতি বৈষম্য না করা হয়।’‌ প্রস্তাবিত নাগরিকত্ব বিলে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ধর্মীয় নিপীড়নের ভয়ে পালিয়ে আসেন, তবে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবধি যাঁরা এদেশে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

সোমবার বেশ কয়েক ঘণ্টা ধরে বিতর্কের পরে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব আইন সংশোধনী বিল। তার পক্ষে ভোট পড়েছে ৩১১ টি। বিপক্ষে পড়েছে ৮০ টি। বিরোধীদের বক্তব্য, ওই বিলে সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, আইনের সামনে সকলেই সমান। বুধবার বিলটি পেশ করা হবে রাজ্যসভায়। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর–পূর্ব ভারত। বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে মঙ্গলবার অসমে পালিত হয়েছে ১১ ঘণ্টার বন্‌ধ। বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি বিজেপির সহযোগী দলগুলির সাংসদরাও ওই বিলের বিরোধিতা করেছেন। শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ান্ত অবশ্য বলেছেন, '‌দেশের স্বার্থে আমরা বিলটিকে সমর্থন করেছি।’‌

English summary
On Wednesday the Bill which seeks to provide Indian citizenship to non-Muslim refugees coming from Pakistan, Bangladesh and Afghanistan after facing religious persecution there, will be tabled in Rajya Sabha at 2 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X