For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য চুক্তি চলতি বছরেই পৌঁছতে চলেছে ১৮০০ কেটি ডলারের ঘরে

  • |
Google Oneindia Bengali News

ভারত-আমেরিকা প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য উদ্যোগ শীর্ষক বৈঠকের আগে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য সম্পর্কে আশার বাণী শোনা গেল মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য দফতরেরই এক শীর্ষ কর্তার গলায়। এদিন আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর শহর পেন্টাগন থেকে এই দফতরেরই প্রতিরক্ষা সচিব এলেন এম লর্ড জানান '২০০৮ সালে ভারত-আমেরিকা প্রতিরক্ষা বাণিজ্যের পরিমাণ যেখানে প্রায় শূন্যাঙ্কে ছিল তা চলতি বছরের শেষে গিয়ে পৌঁছাবে প্রায় ১৮০০ কেটি ডলারের ঘরে।’

ভারত-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য চুক্তিতে খুলতে চলেছে নতুন দিগন্ত


নয়া দিল্লিতে আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে নবম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য উদ্যোগ বা 'ডিটিটিআই’ বৈঠকের আগে আমেরিকার এই বার্তায় স্বভাবতই খুশি ভারতের ভারতের প্রতিরক্ষা দফতরের আমলারা। সূত্রের খবর, মার্কিন প্রতিরক্ষা দফতরের ওই শীর্ষস্থানীয় আধিকারিকের সঙ্গে ওই দিনের বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষা সুরক্ষা সচিব অপূর্ব চন্দ্র।

ওই দিনের বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে লর্ড বলেন 'প্রতিরক্ষা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের মতো অন্যতম প্রধান অংশীদারের সাথে আগামীতেও আমরা কাজ চালিয়ে নিয়ে যেতে বিশেষভাবে আগ্রহী। ’ তিনি আরও বলেন ইতিমধ্যেই আগস্টের শেষ দিকে 'স্ট্র্যাটেজিক ট্রেড অথোরিটির’ টায়ার ১ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভূক্তীকরণ করা হয়েছে। যার কারণে বর্তমানে ভারত 'ন্যাটো’ অন্তর্ভুক্ত দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সমতুল্য শক্তিশালী দেশ হিসাবে এরপর থেকে চিহ্নিত হবে বলেও মত তার। এরফলে একাধারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আরও শক্তিশালী হবে পাশাপাশি মার্কিন সংস্থাগুলিরও ভারতে বাণিজ্যিক সম্প্রসারণের পথ আরও প্রশস্ত হবে বলেও মত আমেরিকার প্রতিরক্ষা দফতরের এই শীর্ষ স্থানীয় কর্তার।

English summary
New horizons are about to open in the Indo-US defense trade agreement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X