For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্তঝরল হংকংয়ের বিক্ষোভে, প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি চালাল পুলিস

হংকং পুলিসের এক পদস্থ আধিকারিক রিভালবার বের করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এক আন্দোলনকীরার কাঁধে গুলি লাগে। রাস্তায় পড়ে কাতরাচ্ছিল সে।

Google Oneindia Bengali News

গত কয়েকমাস ধরেই আন্দোলন চলছে হংকংয়ের। বিক্ষোভের জেরে একাধিকবার স্তব্ধ হয়ে গিয়েছে হংকংয়ের বিমান পরিষেবা। সেই আন্দোলন এখনও থামেনি। দফায় দফায় বিক্ষোভ হয়েই চলেছে। চিনের অধীনতা থেকে মুক্তির আন্দোলনে রাস্তায় নেমেছিলেন শয়ে শয়ে প্রতিবাদী। তাঁদের আটকাতেই পুলিস গুলি চালায় বলে অভিযোগ। এক প্রতিবাদীকে খুব সামনে থেকে গুলি করে হংকং পুলিস। তাঁকে হাসপাতাসে না নিয়ে গিয়ে সেখানেই ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ।

রক্তঝরল হংকংয়ের বিক্ষোভে, প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি চালাল পুলিস

সংবাদ সংস্থা পিিটআই সূত্রে খবর, হংকং পুলিসের এক পদস্থ আধিকারিক রিভালবার বের করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এক আন্দোলনকীরার কাঁধে গুলি লাগে। রাস্তায় পড়ে কাতরাচ্ছিল সে। কিন্তু তারপরেও তাঁকে বিন্দুমাত্র চিকি‌ৎসার বন্দোবস্ত করা হয়নি। যদিও আধিকারিকদের দাবি আন্দোলনকারীদের আটকানোর জন্য একাধিকবার শূন্যে গুলি করেছিলেন তাঁরা। কিন্তু আন্দোলনকারীরা থামেননি। উল্টে ব্যাটন নিয়ে পুলিসের দিকে তেড়ে এসেছিলেন তাঁরা। সেকারণেই পুলিস গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি করেছে। পুলিসের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে দুই আন্দোলনকারী যুবক। যদিও এই প্রথম নয় এর আগেও আন্দোলনকারী উপর কাঁদানে গ্যাসের শেল ফাটানোর অভিযোগ রয়েছে পুলিসের বিরুদ্ধে।

English summary
The Hong Kong Police shot a protester at close range
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X