For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারের জনপ্রিয়তা নেই! আর যা বললেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য

সরকারকে একদিন না একদিন ক্ষমতা ছেড়ে দিতে হবে। তবে সম্মানের সঙ্গে সরকার বিদায় নেওয়া ভাল। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

  • |
Google Oneindia Bengali News

সরকারকে একদিন না একদিন ক্ষমতা ছেড়ে দিতে হবে। তবে সম্মানের সঙ্গে সরকার বিদায় নেওয়া ভাল। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে তার নিজ বাসভবনে এমনটাই জানিয়েছেন তিনি।

সরকারের জনপ্রিয়তা নেই! আর যা বললেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য

মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচন যাতে করে অবাধ নিরপেক্ষ হয় সেটাই দেশের জনগণের দাবি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসুক জনগণ তা মেনে নেবে।

মওদুদ আহমদ আরও বলেন, এ সরকারের জনপ্রিয়তা নেই। জনপ্রিয়তা থাকলে সরকার ও প্রশাসন রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করত না। এ অবস্থা চিরস্থায়ীভাবে চলতে পারে না। এর অবসান একদিন হবেই।

তিনি বলেন, জনসমর্থনহীন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এ সরকার ক্ষমতায় রয়েছে। এ সরকার জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জোয়ারে টিকে থাকতে পারবে না । আগামী নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনে সেটাই প্রমাণ হবে।

তিনি আরও বলেন, দেশে এমন স্বৈরাচারী সরকার, বিরোধীদের ইফতার মাহফিলও করতে দিচ্ছে না। ইফতার মাহফিল করতে হলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। ইফতার মাহফিল করার জন্য লিখিতভাবে আবেদন করলেও নানা অজুহাতে অনুমতি দেয়া হয় না।

English summary
The government will have to give up their power one day, says BNP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X