For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মনিরোধক জেল ব্যবহার করলেন প্রথম কোনো পুরুষ

এডিনবরার এক দম্পতিই বিশ্বে প্রথম যারা পুরুষের হরমোনাল কন্ট্রাসেপটিভ ব্যবহার করেছেন। জন্মনিয়ন্ত্রণে পুরুষদের বিকল্প উদ্ভাবনের জন্য একটি পরীক্ষার আওতায় এ জেলটি ব্যবহার করছে কিছু দম্পতি।

  • By Bbc Bengali

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার এক দম্পতিই বিশ্বে প্রথম যারা পুরুষের হরমোনাল কন্ট্রাসেপটিভ বা জন্মনিরোধক ব্যবহার করেছেন।

জেমস ওয়েরস ও ডায়ানা বার্ডসলে দম্পতিসহ ৪৫০টি জুটিকে নিয়ে গবেষণা করছিলো ইউনিভার্সিটি অফ এডিনবরা।

গর্ভধারণ থেকে বিরত রাখার জন্য তাদের দেয়া হয়েছিলো এক ধরণের হরমোনাল জেল।

তবে এটি ব্যবহার করেন পুরুষরা।

অস্থায়ী মসজিদ আছে কয়েকটি
BBC
অস্থায়ী মসজিদ আছে কয়েকটি

প্রজেস্টেরোন ও টেস্টসটেরনের একটি মিক্সচার হলো এই জেল।

এটি ব্যবহারের ফলে পুরুষের বীর্য উৎপাদন বন্ধ থাকে।

আশা করা হচ্ছে দীর্ঘ মেয়াদী সম্পর্কের ক্ষেত্রে নারীদের জন্মনিরোধক পিলের বিকল্প হিসেবে পুরুষরা এই জেল ব্যবহার করলে তার সঙ্গী গর্ভধারণ থেকে বিরত থাকতে পারবে।

বিবিসি রেডিও ফাইভের এক অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে জেমস ওয়েরস তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

তিনি জানিয়েছেন যে গত ফেব্রুয়ারি থেকে তিনি এই জেলটি ব্যবহার করছেন।

অনেক মুসলিম বাস করেন আকসুমে
Getty Images
অনেক মুসলিম বাস করেন আকসুমে

সিজারিয়ানে সন্তান জন্মদানের যেসব ঝুঁকি

মৃত মস্তিষ্ক নিয়েও সন্তান জন্ম দিলেন এক নারী

বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম পহেলা জানুয়ারি

আরও পড়তে পারেন:

নিরাপদ যৌনমিলনের প্রতি আগ্রহ কি কমে যাচ্ছে?

গ্রিনল্যান্ড: যে দেশে বুধবার 'গর্ভপাত দিবস'

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে পুরুষদের ভাবনা

তবে পুরোপুরি জন্মনিরোধক হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন এক সপ্তাহ আগে থেকে।

"এর পার্শ্বপ্রতিক্রিয়াও খুবই কম"।

তিনি বলেন, "সবচেয়ে ইতিবাচক দিক হলো এ বিষয়ে একটি অভিজ্ঞতা অর্জন করলাম আমি। বন্ধু ও সহকর্মীরা আমাকে এ নিয়ে জিজ্ঞেস করছে। কিভাবে পাওয়া যাবে জানতে চাইছে"।

একদল মুসলিম এখন এই শহরে মসজিদ প্রতিষ্ঠার জন্য প্রচারণা চালাচ্ছে, যা খ্রিস্টান ধর্মীয় নেতারা প্রত্যাখ্যান করেছেন
Getty Images
একদল মুসলিম এখন এই শহরে মসজিদ প্রতিষ্ঠার জন্য প্রচারণা চালাচ্ছে, যা খ্রিস্টান ধর্মীয় নেতারা প্রত্যাখ্যান করেছেন

"আমি খুবই ইতিবাচক বোধ করছি। আশা করছি এটি বা এমন কোনো জন্মনিরোধক পুরুষের জন্য সহজলভ্য হবে"।

যদিও ম্যানচেস্টার ইউনিভার্সিটির ড: চেরিল ফিজগেরাল্ড বলছেন চূড়ান্তভাবে এটি আসতে হয়তো আরো সময় লাগবে।

"এখন যে পরীক্ষা নিরীক্ষা চলছে তাতে এটি কতটা নিরাপদ, কার্যকর ও সহনশীল সেটা দেখা হচ্ছে। এরপর এটি নিয়ে আরও পরীক্ষা চালাতে হবে"।

তবে জেমসের সঙ্গী ডায়ানা বলেছেন, "চমৎকার বিষয় হলো ১৬ বছর বয়স থেকে আমাকে পিলের মতো হরমোনাল জন্মনিরোধক ব্যবহার করতে হচ্ছে এবং এটি আমাকে তা থেকে কিছুটা হলেও বিরতি দিয়েছে"।

তিনি বলেন পুরুষদের জন্য বিকল্পের ব্যবস্থা করে নারীর ওপর বোঝা কিছুটা কমানোর চেষ্টা যেমন হচ্ছে তেমনি জন্মনিরোধ বা বিরতির ক্ষেত্রে পুরুষ ও নারী সবার জন্যই বিকল্প থাকা উচিত"।

English summary
The first male to use birth control gel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X