For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজ্ঞাপনে ঋতুস্রাবের সত্যিকারের রক্ত! কোন বার্তা দিতে চাইল ন্যাপকিন প্রস্তুতকারী সংস্থা

বহুদিন ধরেই পিরিসডস সম্পর্কিত নানা রকমের সামাজিক ট্যাবুকে ভাঙার রাস্তা নিয়েছিলেন বহু মহিলাই। এ সম্পর্কিত পুরনো ভাবনা চিন্তাকে ভেঙে সাহসী কিছু ছবিও প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়।

  • |
Google Oneindia Bengali News

বহুদিন ধরেই ঋতুস্রাব বা পিরিসডস সম্পর্কিত নানা রকমের সামাজিক ট্যাবুকে ভাঙার রাস্তা নিয়েছিলেন বহু মহিলাই। এ সম্পর্কিত পুরনো ভাবনা চিন্তাকে ভেঙে সাহসী কিছু ছবিও প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার পদক্ষেপ ছিল আর একটু সাহসী। আর প্রথাকে ভাঙার এই পদক্ষেপ নিল এক স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন।

বিজ্ঞাপনে ঋতুস্রাবের সত্যিকারের রক্ত! কোন বার্তা দিতে চাইল ন্যপকিন প্রস্তুতকারী সংস্থা

এপর্যন্ত স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে দেখা যেত , নীল তরলকে; রক্তের প্রতীকী হিসাবে ব্যবহার করতে। এবার সেই চেনা ছক ভেঙে প্রথমবার দেখা যাচ্ছে, রক্তকেই স্য়ানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে ব্যবহৃত হতে। ব্রিটেনে এই প্রথম স্যানিটারি ন্য়াপকিনের বিজ্ঞাপন এতটা সাহসী হল। বিজ্ঞাপনে প্রথমে দেখা যাচ্ছে, স্যানিটারি ন্যাপকিনের ওপর লাল রক্ত ঢালতে। তারপর বলা হয়েছে, মহিলাদেরও রক্তের রঙ লাল। এরপর ২০ সেকেন্ডের ক্লিপে এক মহিলাকে দেখানো হয়েছে। যাঁর পা বেয়ে গড়িয়ে পড়ছে ঋতুরক্ত। এরপরই বিজ্ঞাপনে বার্তা দেওয়া হয় পিরিয়ডস একটি স্বাভাবিক ঘটনা।

বিজ্ঞাপনে ঋতুস্রাবের সত্যিকারের রক্ত! কোন বার্তা দিতে চাইল ন্যপকিন প্রস্তুতকারী সংস্থা

[আরও পড়ুন:জেনে নিন 'প্যাডম্যান' অরুণাচলমের লড়াইয়ের কাহিনি, মহিলা স্বাস্থ্য উন্নয়নে তাঁর অবদান যুগান্তকারী][আরও পড়ুন:জেনে নিন 'প্যাডম্যান' অরুণাচলমের লড়াইয়ের কাহিনি, মহিলা স্বাস্থ্য উন্নয়নে তাঁর অবদান যুগান্তকারী]

এই বিজ্ঞপন মুক্তির সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় বেশ সাড়া পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, সভ্যতা যতই এগিয়ে যাক, যুগ যতই আধুনিক হোক না কেন, সমস্ত বিশ্বের সমস্ত সমাজেই পিরিয়ডস ঘিরে রয়েছে একাধিক ট্যাবু। সেই দাগ মহিলাদের পোশাকে দেখা গেলে সামাজিক লজ্জা থেকে শুরু কে বহুবিধ নিয়ম আচার এই ঘটনার সঙ্গে সম্পর্কিত। আর সেই জায়গা থেকেই একটু একটু করে ছক ভাঙে সাহসী হওয়ার পথ দেখালো এই বিজ্ঞাপন।

English summary
As a part of its #bloodnormal campaign, the organization has released an advert in which they show how women bleed, in real life. They've settled to show the oozing red over the ever-questionable blue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X