For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিদ্রোহী’ সাংবাদিক গ্রেফতারির ঘটনায় ‘দাদাগিরি’ বেলারুশের, আকাশপথে নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

‘বিদ্রোহী’ সাংবাদিক গ্রেফতারির ঘটনায় ‘দাদাগিরি’ বেলারুশের, আকাশপথে নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

  • |
Google Oneindia Bengali News

ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু সদস্য দেশ ইতিমধ্যেই বেলারুশের আকাশকে আন্তর্জাতিক ভাবে বয়কটের ডাক দিয়েছিল। এবার কার্যত সেই দাবিতে মান্যতা দিতেই কাজ শুরু করে দিল ইউরোপীয় ইউনিয়ন। সোমবারই এক বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যার ফলে বর্তমানে ২৭টি দেশের আকাশসীমায় কোনোভাবেই প্রবেশ করতে পারবে না বেলারুশের কোনও বিমান, ব্যবহার করা যাবে না এয়ারপোর্ট, এমনকী বিমানের জ্বালানির জোগানও দেওয়া হবে না বলে জানানো হয়েছে। কিন্তু আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

‘বিদ্রোহী’ সাংবাদিক গ্রেফতারির ঘটনায় ‘দাদাগিরি’ বেলারুশের, আকাশপথে নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

দীর্ঘদিন থেকেই বেলারুশ সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিতি ছিল ২৬ বছরের সাংবাদিক রোমান প্রোটাশেভিচক। এমনকী তাঁর লেখার জন্য দেশ থেকে নির্বাসিতও হয়েছেন তিনি। রোমান ও আরও এক বিরোধী ব্লগারকে আগেই সন্ত্রাসবাদী তকমাও দিয়ে রেখেছে বেলারুশ সরকার। দেশ থেকে নির্বাসিত হয়ে এখন পোলান্ডে থাকেন তিনি। সূত্রের খবর, গতকাল যাচ্ছিলেন গ্রিসের অ্যাথেন্স থেকে লিথুয়েনিয়ার রাজধানী ভিলিনিয়াসে। তখনই কার্যত আকাশ পথে দাদাগিরি দেখিয়ে তাকে গ্রেফতার করে বেলারুশ সরকার।

সূত্রের খবর, ভিলিনিয়াসগামী তাদের ওই বিমান এফআর-৪৯৭৮ বেলারুশের আকাশে প্রবেশ করার পরেই একটি মিগ বিমান সেটির পথ আটকায় বলে জানা যায়। বিমানটিকে মিনস্ক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য করা হয় করানো হয়। সেনা নামিয়ে গ্রেফাতার করা হয় রোমান প্রোটাশেভিচকে। এদিকে এই ঘটনায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কোর সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আন্তর্জাতিক মহল।

ইয়াসের দানবীয় নির্ঘোষের আগেই দিঘায় জলোচ্ছ্বাস, জেলাওয়াড়়ি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস একনজরেইয়াসের দানবীয় নির্ঘোষের আগেই দিঘায় জলোচ্ছ্বাস, জেলাওয়াড়়ি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস একনজরে

ইইউ-র নিয়ম লঙ্ঘন করে বেলারুশের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে ইউরোপের অধিকাংশ দেশ।আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও গোটা ঘটনার নিন্দা করে অবিলম্বে রোমানের মুক্তি চেয়েছেন। বলে জানা যাচ্ছে।সোমবার পূর্ব ইউরোপের এই দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

English summary
European Union bans Belarus over air strikes over arrest of 'rebel' journalist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X