For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ মিটার উচ্চতা বাড়ল আইফেল টাওয়ারে, জানুন কীভাবে ঘটল এই চমৎকার

৬ মিটার উচ্চতা বাড়ল আইফেল টাওয়ারে, জানুন কিভাবে ঘটল এই চমৎকার

  • |
Google Oneindia Bengali News

এমনিতেই সারা বিশ্বের ভ্রমনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকে আইফেল টাওয়ার। বিশ্বের অন্যতম উঁচু টাওয়ারটি রাতের আলোয় অপরূপ সৌন্দর্যে সপজে ওঠে। যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে আকর্ষণ করার ক্ষমতা রাখে৷ সম্প্রতি প্যারিসের এই স্মৃতিস্তম্ভের শীর্ষে একটি নতুন ডিজিটাল রেডিও অ্যান্টেনা সংযুক্ত করার পরে মঙ্গলবার আইফেল টাওয়ারটির উচ্চতা ৬ মিটার (১৯.৬৯ ফুট) বৃদ্ধি পেয়েছে।

৬ মিটার উচ্চতা বাড়ল আইফেল টাওয়ারে, জানুন কিভাবে ঘটল এই চমৎকার

১৯ শতকের শেষের দিকে গুস্তাভ আইফেল দ্বারা নির্মিত টাওয়ারটির উচ্চতা এখন ৩৩০ মিটার। সম্প্রতি হেলিকপ্টার সাহায্যে একটি সীসার অ্যান্টেনাকে এই টাওয়ারের চুড়োতে স্থাপন করা হয়েছে৷ এটির নির্মাণের সময়, আইফেল টাওয়ারটি ওয়াশিংটন মনুমেন্টকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামোতে পরিণত হয়েছিল। এর পরের প্রায় চার দশক ধরে এটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের খেতাব ধরে রেখেছিল৷ ১৯২৯ সালে নিউইয়র্ক সিটির ক্রাইসলার বিল্ডিং শীর্ষে না যাওয়া পর্যন্ত এই খেতাব ধরে রেখেছিল আইফেল টাওয়ার৷

ট্রিপঅ্যাডভাইজার অনুসারে, পেটাই লোহার তৈরি আইফেল টাওয়ারটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা পর্যটন সাইটগুলির মধ্যে একটি। যদিও এটি ১০০ বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে, এর চূড়ার উচ্চতা বহুবার পরিবর্তিত হয়েছে কারণ বার্ধক্যজনিত কারণে অ্যান্টেনাগুলি প্রতিস্থাপিত হয়েছে বহুবার। লাইভ টেলিভিশনের ছবিতে দেখা গিছে হেলিকপ্টারটি টাওয়ারের উপরে তার বেসে অ্যান্টেনা নামিয়েছে, যেখানে কর্মীরা ১০ মিনিটেরও কম সময়ে অ্যান্টেনাটিকে সুরক্ষিত ভাবে বসিয়েছে।

English summary
The Eiffel Tower has risen to a height of 6 meters. Learn how this happened
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X