For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যগ্রহণের সময় এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্য মহাকাশ থেকে দেখলেন শুধুমাত্র এই ৬ জন, কীভাবে জানুন

বেশিরভাগ মানুষই পৃথিবী পৃষ্ঠ থেকে এই দৃশ্য দেখলেও, ৬ জন মানুষ এমন আছেন যাঁরা মহাকাশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখেছেন। মূলত তাঁরা দেখছেন umbra বা চাঁদের ছায়া ।

  • |
Google Oneindia Bengali News

২১ অগাস্টের সূর্যগ্রহণ নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল মার্কিনিদের মধ্যে। মার্কিন মহাকাশ বিজ্ঞানকেন্দ্র নাসার তরপে এই মহাজাগতিক ঘটনার সরাসরি সম্প্রচার হয়। সোশ্যাল মিডিয়াতেও লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখানো হয় এই দৃশ্য। তবে বেশিরভাগ মানুষই পৃথিবী পৃষ্ঠ থেকে এই দৃশ্য দেখলেও, ৬ জন মানুষ এমন আছেন যাঁরা মহাকাশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখেছেন। মূলত তাঁরা দেখছেন umbra বা চাঁদের ছায়া । যা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ দেখার সুযোগ পাননি। কারণ এটি কেবল মহাকাশ থেকেই দেখা যাবে।

সূর্যগ্রহণের সময় এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্য মহাকাশ থেকে দেখলেন শুধুমাত্র এই ৬ জন, কীভাবে জানুন

মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের স্পেস স্টেশনের সদস্য র‌্যান্ডি ব্রেসনেক,জ্যাক ফিশার, পেগ্গি হুইটসন, পাওলো নেসপলিরা মহাকাশ থেকে এই দৃশ্য দেখার সুযোগ পেয়েছেন। এছাড়াও ছিলেন ফ্রয়োডর ইউরিচিকিন, সেরজি রেয়াজানস্কি। নাসার স্পেস স্টেশনের এই সদস্যদের কাছে এই দৃশ্য অভূতপূর্ব বলে মনে হয়েছে। গোটা স্পেশস্টেশনটি ৩ বার প্রদক্ষিণ করেছে সূর্যগ্রহণ-কে। মূলত , তাঁরা যেটা দেখেছেন তা হল umbra বা চাঁদের ছায়া।

উল্লেখ্য, উত্তর আমেরিকা সহ বিশ্বের নানা দেশ ২১ অগাস্ট সাক্ষী ছিল পূর্ণ সূর্যগ্রহণের। তবে সোমবারের এই মহাজাগতিক ঘটনার সাক্ষী শুধু থাকতে পারেনি ভারত সহ এশিয়ার কয়েকটি দেশ। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে অনলাইনে সূর্যগ্রহণের সম্প্রচারের জন্য স্যাটালাইট, রিসার্চ এয়ারক্রাফ্ট ও উচ্চ অক্ষআংশের বেলুনে স্থাপিত ক্যামেরা লাগানো হয়।

English summary
As millions of people across the United States experienced a total eclipse as the umbra, or moon’s shadow passed over them, only six people witnessed the umbra from space. Viewing the eclipse from orbit were NASA’s Randy Bresnik, Jack Fischer and Peggy Whitson, ESA (European Space Agency’s) Paolo Nespoli, and Roscosmos’ Commander Fyodor Yurchikhin and Sergey Ryazanskiy. The space station crossed the path of the eclipse three times as it orbited above the continental United States .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X