For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমালিয়ায় বিধ্বংসী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০

সোমালিয়ায় বিধ্বংসী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০

  • |
Google Oneindia Bengali News

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০। শনিবার মোগাদিসুতে নিরাপত্তা বাহিনীর একটি ব্যস্ততম তল্লাশি কেন্দ্রে এই বিধ্বংসী গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। গতকাল সকালে এই বিস্ফোরণে আহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

সোমালিয়ায় বিধ্বংসী গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০

নিহতের মধ্যে অসংখ্য পড়ুয়া এবং দুজন তুরস্কের নাগরিক রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই তালিকায় ১৭ জন পুলিশ অফিসারও রয়েছেন বলে জানা যাচ্ছে।এই প্রসঙ্গে সোমালিয়ার বিদেশ মন্ত্রী জানিয়েছেন, গত দুই বছরের মধ্যে মোগাদিসুতে এটাই সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। শনিবার সকালে ব্যস্ততম সময়ে বিস্ফোরণটি ঘটে বলে জানা যাচ্ছে। ১৯৯১ সালে সোমালিয়ায় সেনার শাসনের অবসান হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে হিংস ও অশান্তির ঘটনা অব্যাহত।

প্রেসিডেন্ট মহাম্মদ সিয়াদ ক্ষমতাচ্যুত হলে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও একাধিক সামাজিক গোষ্ঠী নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়ে। ফলস্বরূপ বাস্তবিক ভাবেই সোমালিয়া একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

English summary
Car bomb blasts in Mogadishu have increased the number of death to 90
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X