For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালুচিস্তানে নির্বাচনী জনসভায় আত্মঘাতী বিস্ফোরণ! বালুচ শীর্ষনেতা-সহ মৃত কমপক্ষে ১২৮

দক্ষিণ পশ্চিম পাকিস্তানে নির্বাচনী জনসভায় হওয়া আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১২৮-এ। ২০১৪-র পর থেকে পাকিস্তানে এটাই আইএসআইএস-এর সব থেকে বড় আক্রমণ।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ পশ্চিম পাকিস্তানে নির্বাচনী জনসভায় হওয়া আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১২৮-এ। ২০১৪-র পর থেকে পাকিস্তানে এটাই আইএসআইএস-এর সব থেকে বড় আক্রমণ।

বালুচিস্তানে নির্বাচনী জনসভায় আত্মঘাতী বিস্ফোরণ! বালুচ শীর্ষনেতা-সহ মৃত কমপক্ষে ১২৮

বালুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আঘা উমর বুঙ্গালজাই জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ।

বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। এঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।

বালুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে মাস্তুং শহরে নির্বাচনী জনসভায় ভয়াবহ বিস্ফোরণটি হয়। এর ঘণ্টাখানেক আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বানুতে নির্বাচনী প্রচারেই অপর একটি বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়।

নির্বাচনী প্রচারের বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসআইএস।

২৫ জুলাই সেখানে সাধারণ নির্বাচন রয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বালুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী নবাবজাদা সিরাজ রাইসানি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘেরা জায়গার মধ্যে প্রচারের সময় বিস্ফোরণটি ঘটানো হয়। বালুচিস্তানের পূর্বতন মুখ্যমন্ত্রী মহম্মদ আসলাম খানের ভাই নবাবজাদা সিরাজ রাইসানি।

এর আগে ২০১৪ সালে পাকিস্তানে এখনও পর্যন্ত সব থেকে বড় বিস্ফোরণটি ঘটিয়েছিল তালিবানরা। ২০১৪-র ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত একটি স্কুলে হামলা চালানোয় ১৪১ জনের মৃত্যু হয়েছিল। যার মধ্যে ১৩২ টি শিশু ছিল।

English summary
The death toll in a blast in Balochistan election rally has risen to 128.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X