For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মেক্সিকোর কুখ্যাত ড্রাগ মাফিয়ার কন্যা

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মেক্সিকোর কুখ্যাত ড্রাগ মাফিয়ার কন্যা

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বই এখন করোনার ত্রাসে কাবু। এবার এই প্রাণঘাতী ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এসেছে মেক্সিকোর কুখ্যাত ড্রাগ মাফিয়ার পরিবারও। মেক্সিকোর কুখ্যাত ড্রাগপাচারকারী দল 'এল চাপো'-র প্রধান আলেজানদ্রিনা গুজম্যানের কন্যা দেশে স্বাস্থ্যসামগ্রী বিলি করতে এগিয়ে এসেছেন বলে জানা যাচ্ছে।

করোনা সংকটে সাহায্যের হাত বাড়ালেন কুখ্যাত ড্রাগ মাফিয়া কন্যা

করোনা সংকটে সাহায্যের হাত বাড়ালেন কুখ্যাত ড্রাগ মাফিয়া কন্যা

আলেজানদ্রিনা গুজম্যানের 'এল চাপো ৭০১' নামক সংস্থাটি তাদের নামাঙ্কিত বাক্সে করে খাবার, মাস্ক, ওষুধ, সাবান ও অন্যান্য সামগ্রী দেশের নানা প্রান্তে পৌঁছে দিচ্ছে। নিজেদের ফেসবুক পেজে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। সংস্থাটি আইনত জামাকাপড় ও মদ্যপানীয় প্ৰস্তুতকারী হলেও 'এল চাপো' আসলে এক কুখ্যাত ড্রাগ মাফিয়ার নাম যিনি মেক্সিকোর 'সিনালোয়া কার্তেল'-এর সাথে অতীতে যুক্ত ছিলেন। যার নামেই পরবর্তীকালে দল খোলেন গুজম্যান।

ছদ্মবেশে ওস্তাদ ড্রাগ মাফিয়া যখন ত্রাতার বেশে

গুজম্যান মূলত ১৯৭০ থেকে ড্রাগের ব্যবসায় সিদ্ধহস্ত হতে শুরু করেন। আশির দশকে কোকেন, মেথামফেটামাইন, হেরোইনের মত ভয়ংকর ড্রাগগুলি আমেরিকা ও ইউরোপে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি, তার একমাত্র কারণ আলেজানদ্রিনা গুজম্যান।

মেক্সিকোর এডিএক্স ফ্লোরেন্স জেলে বন্দি গুজম্যান

মেক্সিকোর এডিএক্স ফ্লোরেন্স জেলে বন্দি গুজম্যান

ছদ্মবেশে বারংবার পালানোর পরে অবশেষে এখন গুজম্যান মেক্সিকোর এডিএক্স ফ্লোরেন্স জেলে বন্দি আছেন। আমৃত্যু কারাবাস ও ১২.৬ মিলিয়ন মার্কিন ডলারের জরিমানা হয় গুজম্যানের। তাঁর মেয়ে তাঁর হয়ে এখন স্বাস্থ্যসামগ্রী পাঠাচ্ছেন নানা জায়গায়। ঠিক একইভাবে মেক্সিকোর অপর এক ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের সংস্থা 'এসকোবার' ঠিক একইভাবে সংবাদে উঠে আসার চেষ্টা চালাচ্ছে।

ছবি সৌজন্যে- এল চাপো ৭০১, ফেসবুক

English summary
the daughter of the notorious drug mafia of mexico comes forward to confront corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X