For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার ভোররাতের আকাশে দেখা মিলবে এই উজ্জ্বল মহাজাগতিক ঘটনার, বছরের সেরা দৃশ্যের

সোমবার ভোররাতেই বৃহস্পতি ও শুক্রকে পরস্পরের কাছাকাছি আসছে দেখা যাবে।

  • |
Google Oneindia Bengali News

রবিবার সূর্যোদয়ের আগেই এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে চলেছে দুনিয়া। যাকে চলতি বছরে মহাকাশ বিজ্ঞানের সবচেয়ে বড় ঘটনা বলে মনে করছে বিজ্ঞানী মহল। সোমবার ভোররাতেই বৃহস্পতি ও শুক্রকে পরস্পরের কাছাকাছি আসছে দেখা যাবে।

সোমবার ভোররাতের আকাশে দেখা মিলবে এই উজ্জ্বল মহাজাগতিক ঘটনার, বছরের সেরা দৃশ্যের

[আরও পড়ুন:[আরও পড়ুন:"মঙ্গলে মানুষ থাকে মাটির নিচে, গ্রহণ করে কার্বন-ডাই-অক্সাইড", এ কোন সত্যের মুখোমুখি বিজ্ঞানীরা]

মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে সূর্যোদয়ের ঠিক আগেই। জানা গিয়েছে দুটি ভিন গ্রহ একত্রিত হয়ে একটি নক্ষত্রের সমান দেখাবে। যা অসামান্য় এক ঘটনা হয়ে থাকবে। দুটি গ্রহই এদিন থাকবে এক সরল রেখায়। এমনিতে দুটি গ্রহের মধ্যে দূরত্ব ৪১৬ মিলিয়ন মাইল। তবে এই দৃশ্য দেখার জন্য চাই মেঘমুক্ত পরিস্কার আকাশ।

পূর্ব-দক্ষিণ কোণে সোমবার ভাররাতেই দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। প্রতি ১৩ মাস অন্তর এই বিরল ঘটনা ঘটে থাকলেও , এইবারই প্রথম পৃথিবীর খুব কাছ থেকে দেখা যাবে এই দৃশ্য। টেলিস্কোপে এই দৃশ্য ভালোভাবে দেখা গেলেও, দূরবীনেও বোঝা যাবে এই ঘটনা। অন্যান্য জায়গার তুলনায় আমেরিকার বিভিন্ন অংশে এই মহাজাগতিক দৃশ্য বেশ ভালো করে দেখা যাবে।

[আরও পড়ুন:অন্য সৌরজগত থেকে রহস্যজনক বস্তু উড়ে গেল সূর্যের গা ঘেঁষে, হইচই বিজ্ঞানীমহলে][আরও পড়ুন:অন্য সৌরজগত থেকে রহস্যজনক বস্তু উড়ে গেল সূর্যের গা ঘেঁষে, হইচই বিজ্ঞানীমহলে]

English summary
Jupiter and Venus will pair up in the sky on Monday morning, shining brightly together shortly before sunrise.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X