For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া-আমেরিকা বা ভারত-চিন, যুদ্ধ লাগলে কোন দেশ কত শক্তি ধরে জানেন কি?

রাশিয়া-আমেরিকা বা ভারত-চিন, যুদ্ধ লাগলে কোন দেশ কত শক্তি ধরে জানেন কি?

Google Oneindia Bengali News

'এই মূর্তি দেখে সবে পায় যেন তের কত শক্তি ধরে রাজা হীরকের' সত্যজিৎ রায় পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবির অন্যতম জনপ্রিয় সংলাপ এটি। কিন্তু সেই প্রাচীন কাল থেকেই পৃথিবীতে শক্তি প্রদর্শন একটা প্রচলিত বিষয়। আগে বিভিন্ন সভ্যতা বা রাজ্যের রাজারা একে অপরকে শক্তি প্রদর্শন করত, আর এখন পৃথিবীর তাবড় দেশগুলি করে থাকে। এককথায় 'জোর যার মুলুক তার' প্রথা চিরাচরিত ভাবে চলে আসছে দুনিয়ায়। তারই উদাহরণ দেখা যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্বারা। রাশিয়া ও মার্কিন যুক্ত রাষ্ট্র, পৃথিবীর এই দুই মহা শক্তিধর দেশ বর্তমানে একে অপরকে চোখ রাঙাচ্ছে। কিন্তু যদি এই দুই দেশের মধ্যে সত্যিই লড়াই শুরু হয়, কিংবা এখন যদি চিন ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে কী হবে? কার দিকে থাকবে পাল্লা ভারি, কোন দেশের শক্তি ভাণ্ডারে কত কী মজুত আছে দেখা যাক।

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র

এই মুহূর্তে পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ হল মার্কিন মুলুক। চলতি কথায় যাকে আমরা আমেরিকা বলে থাকি। প্রতিরক্ষার দিকে নজর দিলে দেখা যাবে এই দেশে বর্তমান জনসংখ্যা হল ৩৩,২৬,৩৯,১০২ জন। সেখান থেকে মোট সামরিক কর্মী আনুমানিক ৪২লক্ষ ৫১ হাজার ৭৯৩জন, যাদের মধ্যে অ্যাক্টিভ মিলিটারি ১৪ লাখ। রিসার্ভ মিলিটারির সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার।

বায়ুসেনার মোট শক্তি ১৩ হাজার ২৩৩। যার মধ্যে ফাইটার প্লেন ১৯৫৬টি, আক্রমণাত্মক এয়ার ক্র্যাফট ৭৬১টি, এয়ার ট্রান্সপোর্ট ৯৪৫টি, ট্যাঙ্কার ফ্লিট ৬২৫টি, ৫৪৩৬টি হেলিকপ্টারের মধ্যে সক্রিয় আক্রমণাত্মক চপার ৯০৪টি।

নৌ বাহিনীতে সামিল মোট বহর ৪৯০টি, প্লেন বহনে সক্ষম রণতরী ১১টি, হেলিকপ্টার বইতে সক্ষম জাহাজ ১০টা, ধ্বংসাত্মক জাহাজ ৯২টি, সাবমেরিন ৬৮টি, পেট্রোলার ১৩টি।

স্থল শক্তির মধ্যে ট্যাংক - ৬১০০টি, সাঁজোয়া যান ৪০ হাজার, স্ব-চালিত আর্টিলারি - ১৫০০টি, টাউড আর্টিলারি - ১৩৪০টি, রকেট প্রজেক্টর - ১৩৬৫ টি। ৭লাখ, ৪০ হাজার ৫০০কোটি মার্কিন ডলার বাজেট বরাদ্দ এই দেশের এই বছরের প্রতিরক্ষা খাতে।

 রাশিয়া

রাশিয়া

বিশ্বের দ্বিতীয় মহা শক্তিধর দেশ রাশিয়ায় মোট জনসংখ্যা ১৪, ১৭,২২,২০৫ জন। যার মধ্যে মোট সেনাবাহিনীর সংখ্যা আনুমানিক ৩৫ লক্ষ ৬৯ হাজার জন। অ্যাক্টিভ মিলিটারির সংখ্যা ১০ লাখ ১৪ হাজার জন। বাকি রিসার্ভ মিলিটারি ২০ লাখ। প্যারা মিলিটারি ৫ লাখ ৫৫ হাজার জন। বায়ু সেনায় সামিল মোট শক্তির পরিমাণ ৪১৪৪টি। যার মধ্যে ফাইটার প্লেন ৭৮৯টি, আক্রমণাত্মক এয়ার ক্র্যাফট ৭৪২টি, ট্যাংকার ফ্লিট ১৯টি, হেলিকপ্টার ১৫৪০টি।

স্থল বাহিনীতে সামিল ১৩ হাজার ট্যাঙ্ক, সাঁজোয়া যান - ২৭ হাজার ১০০টি, স্ব-চালিত কামান - ৬৫৪০টি, টোয়েড আর্টিলারি - ৪৪৬৫টি, রকেট প্রজেক্টর - ৩৮৬০টি। নৌ সেনায় সামিল মোট শক্তি ৬০৩টি। এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ১টি, ধ্বংসকারী রণতরী ১৫টি, ফ্রিগেট ১১টি, কর্ভেট ৮৫টি, সাবমেরিন ৬৪টি, মাইন ওয়ারফেয়ার রয়েছে ৪৮টি। ৪২ হাজার, ১২৯কোটি মার্কিন ডলার বাজেট বরাদ্দ সামরিক ক্ষেত্রে।

চিন

চিন

চিন হল এই মুহূর্তে বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ। এই দেশের মোট জনসংখ্যা ১৩৯,৪০,১৫,৯৭৭ জন। যা বিশ্বের সবথেকে বেশি। মোট সামরিক কর্মী এই মুহূর্তে ৩,৩৩৫,০০০ জন। বায়ুসেনার মোট শক্তি ৩২৬২টি, যোদ্ধা প্লেন ১২০০টি, ট্যাঙ্কার ফ্লিট ৩টি, হেলিকপ্টার ৯০২টি, আক্রমণকারী হেলিকপ্টার ৩২৭টি। স্থলসেনায় ট্যাংক ৩২০৫টি, সাঁজোয়া যান ৩৫হাজার, স্ব-চালিত কামান ১৯৭০টি, আর্টিলারি ১২৩৪টি, রকেট প্রজেক্টর ২২৫০টি। নৌ বহরে আছে মোট শক্তি ৭৭৭টি, বিমানবাহী জাহাজ ২টি, ধ্বংসকারী জাহাজ ৫০টি, সাবমেরিন ৭৯টি, মাইন ওয়ারফেয়ার ৩৬টি।

 ভারত

ভারত

বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে এই মুহূর্তে সেরা স্থানে রয়েছে ভারতবর্ষ। সেক্ষেত্রে প্রতিরক্ষার দিক থেকেও অসীম শক্তিশালী আমাদের দেশ। এই মুহূর্তে সার্বিক নিরিখে বিশ্বের চতুর্থ সবথেকে মহা শক্তিশালী দেশ হিসেবে রয়েছে আমাদের দেশ। দেশের মোট জনসংখ্যা ১৩২ কোটি ৬০লক্ষ ৯৩ হাজার ২৪৭জন। মোট সামরিক কর্মী আনুমানিক ৫১লক্ষ ২৭ হাজার জন। যাদের মধ্যে সক্রিয় সামরিক কর্মী - ১৪,৪৫,০০০ জন। রিজার্ভ সামরিক কর্মী ১১,৫৫,০০০ জন এবং আধাসামরিক বাহিনীর পরিমাণ ২৫,২৭,০০০ জন।

বায়ুসেনার মোট শক্তির পরিমাণ২১১৯টি, ফাইটার জেট ৫৪২টি, পরিবহন বিমান ২৫১টি, বিশেষ-মিশন বিমান ৭০টি, ট্যাঙ্কার ফ্লিট ৬টি, হেলিকপ্টার ৭৭৫টি, আক্রমণকারী হেলিকপ্টার ৩৭টি। স্থল বাহিনীতে ট্যাঙ্ক ৪৭৩০টি, সাঁজোয়া যান ১০হাজার, স্ব-চালিত কামান ১০০টি, টাউড আর্টিলারি ৪০৪০টি, রকেট প্রজেক্টর ৩৭৪টি। নৌ বাহিনীর মোট শক্তির পরিমাণ ২৮৫টি। বিমানবাহী বাহক ১টি, ধ্বংসকারী রণতরী ১০টি, ফ্রিগেট ১৩টি, কর্ভেটস ২৩টি, সাবমেরিন ১৭টি ও টহলদার যুদ্ধ জাহাজ ১৩৯টি। চলতি আর্থিক বছরে দেশে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ হয়েছে ৭লক্ষ, ৩৬ হাজার, ৫০০ মার্কিন ডলার।

English summary
the amount of military power of worlds most powerful nations at the moment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X