For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্ঘটনায় ৫৪০ ডিগ্রির পাল্টি মহাকাশ স্টেশনের, চিন্তায় NASA

দুর্ঘটনায় ৫৪০ ডিগ্রির পাল্টি মহাকাশ স্টেশনের, চিন্তায় NASA

  • |
Google Oneindia Bengali News

রাশিয়ান মডিউলের ধাক্কায় কয়েকদিন আগেই কক্ষপথ থেকে সরে গিয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। তখন আমেরিকার সংবাদমাধ্যমে সূত্রে জানানো হয়েছিল বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মহাকাশ স্টেশনটি৷ কিন্তু সম্প্রতি নাসার তরফে জানানো হয়েছে রাশিয়ান মডিউলের ধাক্কায় বড় ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে৷

কী বলছেন জেবুলন স্কোভিল?

কী বলছেন জেবুলন স্কোভিল?

হিউস্টনে নাসার মিশন কন্ট্রোল সেন্টারের দায়িত্বে থাকা ফ্লাইট ডিরেক্টর জেবুলন স্কোভিল জানিয়েছেন, প্রথমে সঠিকভাবে রিপোর্ট করা হয়নি মহাকাশ দুর্ঘটনার বিষয়টি। শুধু নিজের অবস্থান থেকে কিছুটা সরে যায়নি মহাকাশ স্টেশনটি। নিজের অবস্থান থেকে ডিগবাজি খেয়ে ৫৪০ ডিগ্রি ঘুরে গিয়েছিল স্পেশস্টেশনটি৷ পূর্বের অবস্থানে ফিরে আসতে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে ১৮০ ডিগ্রি ফরোয়ার্ডফ্লিফ করতে হয়েছে৷ স্কোভিল আরও জানিয়েছেন, রাশিয়ান মডিউলের সঙ্গে ধাক্কার প্রথম মুর্হূতে ওঁদের কাছে প্রথমে দু'লাইনের দুটি বার্তা আসে৷ প্রথমে।স্কোভিলরা ভেবেছেন যান্ত্রিক ত্রুটির কারণে কোনও ভুল বার্তা এসেছে৷ যদিও পরে জানা যায় বিষয়টি যথেষ্ট সিরিয়াস।

কী বলছে নাসা?

কী বলছে নাসা?

এর আগেই নাসা টুইট করে জানিয়েছিল গত বৃহস্পতিবার গ্রিনিচ মিন টাইম অনুসারে বিকেলে ৪.৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে৷ মহাকাশে থাকা মহাকাচে থাকা গবেষকদের জন্য একটি টয়লেট নিয়ে রাশিয়ান মহাকাশ যান নওকা আন্তর্জাতিক স্পেশ টেশনে আসে। আটদিনের সফর শেষে ল্যান্ডিংয়ের সময় নওকা দ্রুতগতিতে ধাক্কা মারে স্পেশ স্টেশনে৷ এই ধাক্কাতেয় বিপত্তি তৈরি হয়। প্রাথমিক ভাবে বলা হয়েছিল নির্দিষ্ট অবস্থান থেকে ৪৫ ডিগ্রি সরে গিয়েছিল আন্তর্জাতিক স্পেশস্টেশন। পরে জানা যায় প্রায় ৫৪০ ডিগ্রি ডিগবাজি খেয়েছে স্পেশস্টেশন।

কতটা জটিল দুর্ঘটনা?

কতটা জটিল দুর্ঘটনা?

সাধারণভাবে মহাকাশে ভাসমান এই স্পেশ স্টেশনটির সেকেন্ডে হাফডিগ্রি করে সরণ ঘটে৷ কিন্তু একই সঙ্গে এতটা সরে যাওয়ার ঘটনা এই প্রথম। বিজ্ঞানীরা বলছেন রাশিয়ান মডিউল নওকার নিয়ন্ত্রণ সফটওয়্যারে সাময়িক ত্রুটির কারণে এরকম হয়ে থাকতে পারে৷ কী কারণে এই সমস্যা সে বিষয়েই খোঁজ চালাচ্ছেন গবেষকরা৷

নাসার আশঙ্কা!

নাসার আশঙ্কা!

তবে নাসার পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এই সংঘর্ষে আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনটির যন্ত্রপাতির বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে৷ কতটা ক্ষতি হয়েছে সে বিষয়ে খোঁজখবর শুরু করেছে নাসা। মহাকাশ গবেষণা সংস্থাটি ভালোভাবে পরীক্ষার পরই জানা যাবে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে স্পেশ সেন্টারে।

বিশ্ববাসীকে সাবধান করে স্কোভিল আরও জানিয়েছেন এটা মোটেই মজার বা হাসির বিষয় নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় মহাকাশ গবেষণার জন্য৷

English summary
The 540-degree reversal of the space station in the crash, NASA said it may be vary dangerous for future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X