For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে জয়ী ১১৩ বছরের স্প্যানিশ বৃদ্ধা, গোটা বিশ্বের মধ্যে নতুন রেকর্ড

করোনা যুদ্ধে জয়ী ১১৩ বছরের স্প্যানিশ বৃদ্ধা, গোটা বিশ্বের মধ্যে নতুন রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মাঝেও এবার নতুন রেকর্ড। দুঃখের মাঝেও এ যেন সুখের খবর। এবার ১১৩ বছরেও করোনাকে হার মানালেন এক স্প্যানিশ বৃদ্ধা। সূত্রের খবর, এই মহিলাকেই এতদিন স্পেনর মধ্যে সর্বাধিক বয়ষ্ক বলে মনে করা হত। একই সাথে গোটা বিশ্বের মধ্যে সর্বাধিক বয়ষ্কদের সুস্থতার নিরিখে এই মহিলাকেই সবার উপরে রয়েছেন বলে মনে করছেস ওয়াকিবহাল মহলের একাংশ।

করোনা যুদ্ধে জয়ী ১১৩ বছরের স্প্যানিশ বৃদ্ধা, গোটা বিশ্বের মধ্যে নতুন রেকর্ড


অথচ তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িরই আরও অনেক বাসিন্দা ইতিমধ্যেই এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আদপে মার্কিন বংশোদ্ভূত মারিয়া ব্রানিয়াস নামের এই প্রৌঢ়া গত এপ্রিল মাসে ওলোটের পূর্ব শহর সান্তা মারিয়া দেল তুরা কেয়ার বাড়িতে করোনা সংক্রামিত হন বলে জানা যায়।

তীব্র শ্বাস কষ্টের সমস্যার সঙ্গে তারপর তার চিকিত্সা শুরুর পর তিনি হোম আইসোলেশনেই ছিলেন। ওই বাড়িতেই তিনি দীর্ঘ কুড়ি বছর ধরে বসবাস করছেন বলেও খবর। ওই বাড়ির দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন। গত সপ্তাহে শারীরিক অসুস্থতা ব্রানিয়াসের মেয়ে রোজা মোরেটও তার মায়ের সুস্থতার খবর আঞ্চলিক সংবাদ মাধ্যমেরল কাছে নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি ভিডিও কলে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথাও বলেন।

৭৪ শতাংশ মানুষ আধপেটা খেয়ে ঘুমাচ্ছে! লকডাউনের মধ্যে বিভীষিকাময় ছবি উঠে এল সমীক্ষায়৭৪ শতাংশ মানুষ আধপেটা খেয়ে ঘুমাচ্ছে! লকডাউনের মধ্যে বিভীষিকাময় ছবি উঠে এল সমীক্ষায়

English summary
The 113-year-old Spanish woman who won the war in Corona establishing a new world record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X