For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করছে জঙ্গিরা, ফাঁস করলেন রাহিল শরিফ

সন্ত্রাসবাদীরা ডিজিটাল মিডিয়াকে দারুণভাবে ব্যবহার করছে বলে দাবি করেছেন প্রাক্তন পাক সেনাপ্রধান রাহিল শরিফ। তাঁর মতে, জঙ্গিরা কার্যকরভাবে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করে নিজেদের কাজ করে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

জেনেভা, ২০ জানুয়ারি : জঙ্গিরা নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তিকে দারুণ কাজে লাগাচ্ছে। আর এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় হাতিয়ার স্যোশাল মিডিয়া। জঙ্গি নিয়োগ থেকে শুরু করে জরুরি বার্তা পৌঁছে দেওয়া, সবই নিখুঁতভাবে করে চলেছে তারা। এই দাবি কোনও ভারতীয়র নয়। সুইজারল্যান্ডে এক আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলনে একথা জানালেন খোদ প্রাক্তন পাকিস্তানি সেনাপ্রধান রাহিল শরিফ।[অগ্নি ৫ ক্ষেপণাত্রের সফল উৎক্ষেপণ, যে ৫ টি তথ্য জানা প্রয়োজন]

আজকের ডিজিটাল দুনিয়ায় সন্ত্রাসবাদের কী ধরন বা চালচলন রয়েছে, এই সংক্রান্ত আলোচনার বক্তা ছিলেন রাহিল শরিফ। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়া আজকে দিনে বেশ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার এত বেড়ে গিয়েছে বলে। ফলে দেশগুলিকে একে অপরের সঙ্গে তথ্য আদানপ্রদান আরও বাড়াতে হবে।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

কীভাবে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করছে জঙ্গিরা, ফাঁস করলেন রাহিল শরিফ

বিশ্ব বাণিজ্য মঞ্চের এই সভায় রাহিল শরিফ বলেন, পাকিস্তানে সরকারি স্তরে তথ্য আদানপ্রদান করে ফল পাওয়া গিয়েছে। ফলে যদি আন্তর্জাতিক স্তরে একই মঞ্চ ব্যবহার করে কাজ করা যায় তাহলে সাফল্য আসবেই।[এমন মিসাইল বানাচ্ছে ভারত যা দিয়ে একলপ্তে গোটা পাকিস্তানকে নিশানা করা যাবে]

সন্ত্রাসবাদীরা ডিজিটাল মিডিয়াকে দারুণভাবে ব্যবহার করছে বলেও দাবি করেছেন প্রাক্তন পাক সেনাপ্রধান। তাঁর মতে, জঙ্গিরা কার্যকরভাবে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করে নিজেদের কাজ করে যাচ্ছে।[জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কাপুর?]

স্যোশাল মিডিয়াকে জঙ্গি নিয়োগের কাজে খুব বেশি করে ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি স্যোশাল মিডিয়া এখন সন্ত্রাসবাদে যারা সাহায্য করে, অনুদান দেয়, জঙ্গি, পরামর্শদাতা, একই মতের অনুগামীদের এক মিলিত মঞ্চ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন রাহিল শরিফ।

English summary
Terrorists are using social media and digital platforms very effectively, including for recruitment, Pakistan’s former Army chief Raheel Sharif has said while pitching for intelligence sharing at international level.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X