For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জেগে উঠেছে বালাকোটের জঙ্গি শিবির, প্রশিক্ষণ নিচ্ছে ৪০ থেকে ৫০ জন জঈশ জঙ্গি

ভারতে আত্মঘাতী হামলা চালাতে বালাকোটে ৪০ থেকে ৫০ জন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। গোয়েন্দারা এমনই আশঙ্কার খবর শুনিেয়ছেন। পুলওয়ামা হামলার পর জঈশের এই ঘাঁটিতেই বোমা বর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা।

Google Oneindia Bengali News

ভারতে আত্মঘাতী হামলা চালাতে বালাকোটে ৪০ থেকে ৫০ জন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। গোয়েন্দারা এমনই আশঙ্কার খবর শুনিেয়ছেন। পুলওয়ামা হামলার পর জঈশের এই ঘাঁটিতেই বোমা বর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা। সেই ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি ঘাটি। ভারতের কাশ্মীর সিদ্ধান্তের পরেউ সেখানে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। আগেও সেনা প্রধান বিপিন রাওয়ত এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

ফের জেগে উঠেছে বালাকোটের জঙ্গি শিবির, প্রশিক্ষণ নিচ্ছে ৪০ থেকে ৫০ জন জঈশ জঙ্গি

পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে গভীর জঙ্গিলের মধ্যে পাহারের উপরে তৈরি হয়েছে জঈশের এই জঙ্গি ঘাঁটি। যেখানে অত্যাধুনিক প্রযুক্তিতে জঙ্গিদের আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সূ্ত্রের খবর পাকিস্তানের জঈশ জঙ্গি সংগনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির বালাকোট। প্রায় ৬ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই জঙ্গি প্রশিক্ষণ শিবির। জঈশ প্রধান মাসুদ আজহার সহ একাধিক প্রথম সারির জঙ্গিনেতা প্রায়ই এই প্রশিক্ষণ শিবিরে আসা যাওয়া করেন। এমনকী জলপথে হামলা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। সেকারণেই কুনাহর নদীর পাশেই তৈরি করা হয়েছে এটি।

কাশ্মীর সিদ্ধান্তের পর পাক সেনার মদতেই নাকি নতুন করে এই জঙ্গি প্রশিক্ষণ শিবির জেগে উঠেছে এমনই দাবি করেছে গোয়েন্দারা। জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর জন্য সীমান্তে লাগাতার কভার ফায়ারিং করে চলেছে পাক সেনা। কিন্তু ভারতীয় সেনার পাল্টা জবাবে সেটা সম্ভভ হচ্ছে না।

 মার্কিন-আফগান যৌথ অভিযানে নিহত আল কায়েদা জঙ্গি, উত্তরপ্রদেশে তদন্ত শুরু এটিএস-এর মার্কিন-আফগান যৌথ অভিযানে নিহত আল কায়েদা জঙ্গি, উত্তরপ্রদেশে তদন্ত শুরু এটিএস-এর

English summary
Terrorists are currently undergoing training at terror camp in Balakot, Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X