For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠি আইএস কয়লা খনি শ্রমিকদের অপহরণের পর হত্যা করেছে

কয়লা খনি শ্রমিকদের অপহরণের পর হত্যা করেছে

  • By Bbc Bengali

২০২১ সালের তেশরা জানুয়ারী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাচ এলাকায় বন্দুকধারীরা বেশ কয়েকজন শিয়া সংখ্যালঘু মানুষ হত্যার শিকার হন। পরে প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ মানুষ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
EPA
২০২১ সালের তেশরা জানুয়ারী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাচ এলাকায় বন্দুকধারীরা বেশ কয়েকজন শিয়া সংখ্যালঘু মানুষ হত্যার শিকার হন। পরে প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ মানুষ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

ইসলামিক স্টেট গ্রুপটি পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দায় স্বীকার করেছে।

জঙ্গিরা শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই হত্যা করে।

ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল, হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে, কারণ তারা শিয়া ইসলামের অনুসারী ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে "অমানবিক সন্ত্রাসী তৎপরতা" বলে নিন্দা জানিয়েছেন।

প্রদেশটির রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল।

সশস্ত্র জঙ্গিরা তাদেরকে অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

আইএসের ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত যে আমেরিকান বালক

অনলাইনে ইসলামিক স্টেটের বিশাল গোপন তথ্যভান্ডার

অপেক্ষা শেষ হয়নি 'আইএস-বধূ' শামীমা বেগমের

বাগদাদির মৃত্যুর কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে?

লাশ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।
EPA
লাশ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।

ঘটনাস্থলে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। প্রত্যেকের দুটো হাত একসাথে বাঁধা ছিল। জানিয়েছেন, বিবিসির সেকান্দর কারমানি।

ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মৃতদেহগুলো প্রধান রাস্তায় মধ্যে ফেলে, অবরোধ করে রাখে।

কর্মকর্তারা দায়ীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই উগ্রপন্থীদের হামলার মুখে পড়ে।

আরো পড়তে পারেন:

ইমরান খান কি নতুন পাকিস্তানের দিশারি?

পাকিস্তানের সাবেক সেনাশাসক মুশাররফের মৃত্যুদণ্ড

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির পার্থক্য কতটা?

স্বাধীন মাতৃভূমির জন্য লড়ছে পাকিস্তানের যে মধ্যবিত্ত তরুণরা

বিন লাদেনকে ধরিয়ে দেয়া ডাক্তারের আপিল

English summary
Terrorist are hijacking coal labours and killing them in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X