For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে বড়সড় জঙ্গি হানা ধর্মীয়স্থানে! ১১ জন নিহত কাবুলে

  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কের মধ্যেই আফগানিস্তানের কাবুলে বড়সড় জঙ্গি হানা। সেখানে একটি শিখ ধর্মীয়স্থানে এদিন এক আততায়ী এলোপাথারি গুলি চালাতে থাকে বলে খবর। এরপরই তৎপর হয়ে যায় কাবুল প্রশাসন। মুহূর্তে খবর আসে ধর্মীয়স্থানের রক্তাক্ত পরিস্থিতির। মৃত্যু হয় ১১ জনের। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই এই হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

 সন্ত্রাসবাদীদের নিশানায় শিখদের ধর্মীয়স্থান

সন্ত্রাসবাদীদের নিশানায় শিখদের ধর্মীয়স্থান

জানা গিয়েছে, কাবুলের ধর্মশালায় শোরবাজার নামের এলাকায় সন্ত্রাসবাদীদের হামলা চলতে শুরু করে এদিন সকালে। এলাকায় বহু সংথ্যক হিন্দু ও শিখরা বসবাস করেন বলে খবর। সেখানে আচমকা এলোপাথারি গুলি চলতে শুরু করে। নিরাপত্তা রক্ষীরাও পাল্টা গুলি চালান।

হতাহতের সংখ্যা

হতাহতের সংখ্যা

জানা গিয়েছে ঘটনার জেরে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে এই হামলা প্রাথমিকভাবে আত্মঘাতী জঙ্গি হানা। তবে কোন সংগঠন এর নেপথ্যে রয়েছে তা জানা যায়নি।

পণবন্দি রাখার আশঙ্কা

পণবন্দি রাখার আশঙ্কা

জানা গিয়েছে, ওই ধর্মীয়স্থানের ভিতর বহু মানুষ এখনও আটকে রয়েছেন। বহু জনকে জঙ্গিরা পণবন্দি করে রেখেছে। এমন পরিস্থিতিতে এই জঙ্গি হামলা বড় আকার ধারণ করেত পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিশ্ব জুড়ে করোনার থাবার মধ্যে এমনভাবে নারকীয় জঙ্গি হানার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে।

English summary
Terror attack on Sikh place of worship in Kabul amid Corona crisis, 11 killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X