For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইজেরিয়ার সেনা ছাউনিতে জঙ্গি হামলা, হত ৭১ জন সেনা

নাইজেরিয়ায় মালি সীমান্তে সেনা ছাউনিতে জঙ্গি হামলা। প্রায় হাজার জন জঙ্গি হামলা চালিয়েছে সেনা ছাউনিতে। মর্টার শেলিং করতে থাকে জঙ্গিরা।

Google Oneindia Bengali News

নাইজেরিয়ায় মালি সীমান্তে সেনা ছাউনিতে জঙ্গি হামলা। প্রায় হাজার জন জঙ্গি হামলা চালিয়েছে সেনা ছাউনিতে। মর্টার শেলিং করতে থাকে জঙ্গিরা। অতর্কিত হামলায় ৭১ জন নাইজেরিয় সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। এই বিধ্বংসী হামলা আগে কখনও হয়নি। ২০১৫ সাল থেেক ইসলামিক জঙ্গি কার্যকলাপ শুরু হয়েছে নাইজেরিয়ায়।

নাইজেরিয়ার সেনা ছাউনিতে জঙ্গি হামলা, হত ৭১ জন সেনা

নাইজেরিয়া প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এতোটাই বিধ্বংসী ছিল জঙ্গি হামলা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেশ কয়েকজন জঙ্গিরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলেছে।

আইএসআইএস জঙ্গি সংগঠনের মদতপুষ্ট জঙ্গিরা মালি এবং লিবিয়ার সীমান্তে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। গত সোমবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিন নাইজেরিয় সেনা এবং ১৪ জন জঙ্গির মৃত্যু হয়েছিল। তার পরে আবার এই বিধ্বংসী হামলা। জঙ্গি হামলার দায় স্বীকার করেনি এখনও কোনও জঙ্গি সংগঠন। তবে মনে করা হচ্ছে আইএসআইএস মদত পুষ্ট জঙ্গিরাই এই কাজ করেছে।

দেশের পাইকারি মুদ্রাস্ফীতি বাড়ল ৫.৫৪ শতাংশ, উৎপাদনশীলতা কমল ৩.৮ শতাংশদেশের পাইকারি মুদ্রাস্ফীতি বাড়ল ৫.৫৪ শতাংশ, উৎপাদনশীলতা কমল ৩.৮ শতাংশ

English summary
Terror attack in Nigerya Military camp, kill 71 soilder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X