For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে উত্তেজনা, ডোকলামের থেকেও বড় দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে ভারত-চিন সম্পর্ক!

লাদাখ সীমান্তে উত্তেজনা, ডোকলামের থেকেও বড় দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে ভারত-চিন সম্পর্ক!

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই বাড়ছে চিন ভারত উত্তেজনার পারদ। সূত্রের খবর, লাদাখ সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তেজনা। ২০১৭ সালের পর ডোকলাম পরবর্তী সময় ফের মুখোমুখি দুই দেশের সেনা। পূর্ব লাদাখে সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই প্রায় সম্মুখসমরে দুই দেশের সেনাই।

লাদাখ সীমান্তে মোতায়েন প্রায় ৫ হাজার চিনা সেনা

লাদাখ সীমান্তে মোতায়েন প্রায় ৫ হাজার চিনা সেনা

বর্তমানে স্যাটেলাইট ইমেজে পাওয়া ছবিতে দেখা গেছে, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের গা ঘেঁসেই তৈরি হয়েছে চিনা সেনার তাঁবু। মজুত করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও। যদিও পাল্টা জবাবের জন্য প্রস্তুত ভারতীয় সেনাও। ইতিমধ্যেই পূর্ব লাদাখ সীমান্ত বরাবর মোতায়েন করা হয়েছে প্রায় ১ হাজার ভারতীয় সেনা। যদিও একাধিক সূত্রের খবর, ভারতের বাড়তি সেনা মোতায়েনের খবরের পর ইতিমধ্যেই লাদাখ সীমান্তে চিনা সেনার সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫০০০।

ঘটনার সূত্রপাত কোথায় ?

ঘটনার সূত্রপাত কোথায় ?

গত কয়েক সপ্তাহে লাদাখ ও উত্তর সিকিমে একাধিকবার হাতাহাতি ও বিরোধে জড়িয়েছে ভারত ও চিনের সেনাবাহিনী। ৫ই মে এএলসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে উড়তে দেখা যায় চিনের দু'টি চারকে। ওই দিন সন্ধ্যাতেই চিনা সেনার সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার। তারপর থেকেই ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরপর ১০ মে সিকিমে মুখোমুখি সংঘর্ষে জড়াতে দেখা যায় ভারত-চিন সেনাকে। নাকু লা-য় চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে হাতাহাতিও হয় ভারতীয় সেনার। দু-পক্ষের বেশ কয়েকজন জওয়ান আহতও হয় বলে খবর।

 পুরনো ক্ষত ভুলতে না পেরেই কী শক্তি প্রদর্শন ?

পুরনো ক্ষত ভুলতে না পেরেই কী শক্তি প্রদর্শন ?

যদিও সীমান্তে চিনের এই শক্তি প্রদর্শনের প্রধান কারণ হিসাবে পুরনো দ্বন্দ্বকেই কাঠগোড়ায় তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে বেজিং যে ভাবে রণসজ্জায় সেজে উঠছে তার পিছনেও রয়েছে পুরনো ২০১৭ সালের ডোকালামের ক্ষতের দাগ ও নিজেদের শক্তি প্রদর্শনের প্রয়াস আছে বলেই মনে করছেন তারা।

লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাও

লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাও

এদিকে ভারতীয় সেনা সূত্রে খবর, প্যানগং সো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনারা। ওই দুই অঞ্চলে দুই হাজার থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করা হয়েছে চিনের তরফেও। একইসাথে লাদাখ সীমান্ত লাগোয়া পনগং টোস, ট্রিগ হাইটস, ডেমচোক ও চুমার এলাকাতেও ক্রমেই বাড়ছে উত্তেজনা। অন্যদিকে সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারত। সীমান্তে একটানা যুদ্ধের জন্যই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

তৃণমূলের প্রতি হঠাৎ 'নরম’ সিপিএমের হেভিওয়েট! রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়়ছে তৃণমূলের প্রতি হঠাৎ 'নরম’ সিপিএমের হেভিওয়েট! রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়়ছে

English summary
tensions rising on ladakh border and indiachina relations facing a bigger conflict than doklam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X