For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিউনিস্ট দেশ চিনে ১২ ঘন্টা কাজের প্রতিবাদে মুখর টেক-কর্মীরা

কমিউনিস্ট দেশ চিনে ১২ ঘন্টা কাজের প্রতিবাদে মুখর টেক-কর্মীরা

  • |
Google Oneindia Bengali News

মানবিক সম্পদের অপব্যবহার নিয়ে চিনের দিকে বরাবরা আঙুল উঠিয়ে এসেছে বিভিন্ন মানবতাবাদী সংগঠন। এবার খোদ চিনের মধ্যেই এ নিয়ে প্রতিবাদ শুরু হল৷ চিনের বিভিন্ন সেক্টরে কর্মরত কর্মীরা তাদের উপর চাপিয়ে দেওয়া '৯৯৬ কর্ম সংস্কৃতি'র বিরোধিতা করে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হলেন৷

কমিউনিস্ট দেশ চিনে ১২ ঘন্টা কাজের প্রতিবাদে মুখর টেক-কর্মীরা

সম্প্রতি চিন '৯৯৬ কর্ম সংস্কৃতি' শুরু করেছে, যার মাধ্যমে সপ্তাহে ছ'দিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সেক্টরের কর্মীদের কাজ করার কথা বলা হয়েছে। এই ৯৯৬ কর্ম-সংস্কৃতিটিই এখন দেশের স্থানীয়দের কাছে প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে। ভয়াবহ এই টানা ১২ ঘন্টা কাজের সময়ের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়েছে৷ এই টানা ১২ ঘন্টার কর্ম-সংস্কৃতি নিয়ে চিন্তিত চিনা অফিসের কর্মীরা একটি 'ওয়ার্কাস লাইফ ম্যাটারস' প্রচারাভিযান শুরু করেছে। এই প্রচারের মধ্যেই বিভিন্ন সেক্টরের কর্মীদের তাদের কাজের সময়সূচী ইন্টারনেটে প্রচারিত একটি ওপেন-অ্যাক্সেস স্প্রেডশীটে শেয়ার করতে বলা হয়েছে৷ বৃহস্পতিবারের আপডেট অনুযায়ী এই স্প্রেডশিটটিতে টেনসেন্ট, আলিবাবা এবং বাইটডান্সের মতো প্রযুক্তি জায়ান্টগুলিতে কাজ করা ৪০০০ এরও বেশি লোক নিজের ভয়াবহ কর্মী-ঘন্টার তথ্য প্রকাশ করেছে৷

জ্যাক মা সহ চিনের টেকনিক্যাল-জায়ান্টগুলির প্রতিষ্ঠাতারা এই ৯৯৬ কর্ম-সংস্কৃতির প্রকাশ্যে প্রশংসা করেছিলেন৷ জ্যাক মা একবার বলেছিলেন, সপ্তাহে ৬ দিন ৯টা থেকে ৯টার শিফটে ১২ ঘন্টা কাজ করতে পারা একটি বিশাল আশির্বাদ।

সমপ্রতি তাইওয়ানের একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট চিনের যুবরা জীবনের সঙ্গে ভারসাম্যহীন এই কাজের প্রবণতার প্রতিবাদ শুরু করেছে৷ দৈনন্দিন অফিস জীবনে কর্মীদের দক্ষতা সফ্টওয়্যার চালিত নজরদারি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের পেশাগত জীবনকে পর্যবেক্ষণ করছে৷ এবং কর্মচারীদের কাছ থেকে আরো মূল্য ছিনিয়ে আনতে পরিচালিত হচ্ছে। বাইটড্যান্স সম্প্রতি এক সপ্তাহ ছাড়া একটি মাত্র ছুটি অর্থাৎ মাসে মাত্র দুটি উইক্যান্ড দিচ্ছে কর্মীদের৷ অন্যদিকে পিনডুওডুস তার নতুন ইউনিটের কর্মচারীদের মাসে কমপক্ষে ৩০০ ঘন্টা কাজ করতে হবেই এই চুক্তিতে নিয়োগ করাচ্ছে৷

English summary
Tech workers protest in the communist country of China for 12 hours working schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X