For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্ল্যাকবোর্ডে এঁকে কম্পিউটার শিক্ষা ঘানার স্কুলে! ঘটনায় পাশে দাঁড়াল ভারতীয় সংস্থা, জানুন অভিনব ঘটনা

ইন্টারনেটের যুগে কম্পিউটার শেখাতে আঁকড়ে ধরতে হচ্ছে ব্ল্যাকবোর্ড। তাতে হাতে এঁকে কম্পিউটারের খুঁটিনাটি শেখাচ্ছেন শিক্ষক। এমনটা হয়েছে ঘানার একটি স্কুলে।

  • |
Google Oneindia Bengali News

ইন্টারনেটের যুগে কম্পিউটার শেখাতে আঁকড়ে ধরতে হচ্ছে ব্ল্যাকবোর্ড। তাতে হাতে এঁকে কম্পিউটার বা বলা ভালো মাইক্রোসফ্ট অফিসের খুঁটিনাটি শেখাচ্ছেন শিক্ষক। ভাবতে অবাক হলেও এমনটা হয়েছে ঘানার একটি স্কুলে। আর সেই ছবি নেট দুনিয়ায় নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। তারপরই ঘটেছে দারুণ ঘটনা। একসঙ্গে স্কুলে এসে গিয়েছে পাঁচটি কম্পিউটার।

পাশে ভারতীয় সংস্থা

পাশে ভারতীয় সংস্থা

ঘানার স্কুলের এহেন ঘটনায় পাশে দাঁড়িয়েছে এনআইআইটি সংস্থা। ঘানার স্কুলটিকে পাঁচটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও বিনামূল্যে বই সরবরাহ করা হয়েছে।

জুনিয়র হাইস্কুল

জুনিয়র হাইস্কুল

আফ্রিকার দেশ ঘানা কফি উৎপাদনের জন্য বিখ্যাত। তবে দারিদ্রতাও রয়েছে বিস্তর। যে স্কুলের ছবি দেখানো হয়েছে সেটি একটি জুনিয়র হাইস্কুল। নাম বিটানেজ এম-এ জুনিয়র হাইস্কুল। ২০১১ সাল থেকে সেখানে কম্পিউটার নেই। তবে তাতে হতদ্যম হয়ে পড়েননি শিক্ষক রিচার্ড আকোতা। ব্ল্যাকবোর্ডকে এঁকেই ছোটদের মাইক্রোসফ্ট অফিস শেখাতে শুরু করেন।

মুহূর্তে ভাইরাল

মুহূর্তে ভাইরাল

সেই অভিজ্ঞতার কথাই তিনি স্যোশাল নেটওয়ার্কিং সাইটে জানালে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ঘানায় এনআইআইটি-র যে অফিস রয়েছে সেখান থেকে স্কুলটির সঙ্গে যোগাযোগ করে কম্পিউটার পৌঁছে দেওয়া হয়।

খুশি সকলে

খুশি সকলে

ভারতীয় সংস্থা এগিয়ে আসার খুব খুশি শিক্ষক আকোতা। কম্পিউটার পাওয়ার পর সেই ছবিও তিনি ফেসবুকে সকলের সঙ্গে শেয়ার করেছেন। স্কুলের বাকী শিক্ষক শিক্ষিকারা সকলেই এই ঘটনায় শিক্ষক আকোতাকে ধন্যবাদ জানিয়েছেন।

ধন্যবাদ এনআইআইটি-কে

ধন্যবাদ এনআইআইটি-কে

এই ঘটনা ইন্টারনেটের মাধ্যমেই জানতে পারে ঘানার আক্রা শহরে অবস্থিত এনআইআইটি সেন্টার। তাঁরাই যোগাযোগ করে কম্পিউটার ও ল্যাপটপ তুলে দিয়েছে স্কুলের হাতে। এবার ছাত্রছাত্রীরা ব্ল্যাকবোর্ডে নয়, কম্পিউটারে বসেই শিক্ষাগ্রহণ করতে পারবে।

English summary
Richard Appiah Akoto; A teacher from Ghana who used a blackboard to teach kids how the computer works
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X