For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাটা স্টিলের ৪০০ জন কর্মী ছাঁটাই! আশঙ্কা ঘনীভূত

বিশ্বজুড়ে আর্থিক মন্দা রীতিমতো খারাপ পরিস্থিতি তৈরি করছে। একাধিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। আর তারই মধ্যে খবর টাটা স্টিল থেকে ছাঁটাই হচ্ছেন ৪০০ জন কর্মী।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে আর্থিক মন্দা রীতিমতো খারাপ পরিস্থিতি তৈরি করছে। একাধিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। আর তারই মধ্যে খবর টাটা স্টিল থেকে ছাঁটাই হচ্ছেন ৪০০ জন কর্মী। তবে ভারতে অবস্থিত টাটা স্টিল থেকে কর্মী ছাঁটাই নয় , বরং ব্রিটেনে টাটা স্টিলের কারখানা থেকে।

টাটা স্টিলের ৪০০ জন কর্মী ছাঁটাই! আশঙ্কা ঘনীভূত

ইওরোপের বিভিন্ন দেশ জুড়ে রীতিমতো মন্দার পরিস্থিতি আর্থিক দিক থেকে। ব্রিটেন , জার্মানির পরিস্থিতি এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আর এমন এক অবস্থায় ব্রিটেনে টাটা স্টিল সংস্থা থেকে মোট ৪০০ জন কর্মীকে ছাঁটাই করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক দিক থেকে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় কোনও রাস্তা খুঁজে না পাওয়ায় এমন পরিস্থিতির মুখে পড়েছে সংস্থা। অন্যদিকে, রিসেসন থেকে মুক্তি পেতে রীতিমতো জেরবার ব্রিটেন ও জার্মানি। সেই পরিস্থিতিতে টাটা স্টিলের এই পদক্ষেপ নিঃসন্দেহে বড় দিক।

[আরও পড়ুন: প্রতারণার অভিযোগ! কংগ্রেস শাসিত রাজ্যে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে][আরও পড়ুন: প্রতারণার অভিযোগ! কংগ্রেস শাসিত রাজ্যে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে]

এদিকে, টাটা স্টিল জানিয়েছে উলভার হ্যাম্পটন ইঞ্জিনিয়ারিং স্টিল সার্ভিসেস সেন্টরকে বিক্রির জন্য চেষ্টা করা হচ্ছে। এই দফতর বন্ধ হতেই টাটার বোল্টনের দফতরটিও বন্ধ হয়ে যেতে পারে বলে খবর। এদিকে, টাটা স্টিলের দাবি 'ওরাব ইলেকট্রিক্যাল স্টিল' সংস্থা গত কয়েক বছরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খানিকটা উদ্বেগজনক হওয়াতেই ব্রিটেনের টাটা স্টিল থেকে ছাঁটাই হতে চলেছেন ৪০০ জন কর্মী।

[আরও পড়ুন: মোদীর রাশিয়া সফরে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক! সূচিতে রয়েছে 'শক্তি' নিয়ে আলোচনা][আরও পড়ুন: মোদীর রাশিয়া সফরে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক! সূচিতে রয়েছে 'শক্তি' নিয়ে আলোচনা]

English summary
Tata steel lays off 400 employees in Britain.In a regulatory filing, the company said it is “unable to find a way forward” for Orb Electrical Steels and so proposes to close the site, with the potential loss of up to 380 jobs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X