For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাটা মাদিবা। কী করে তোমায় বিদায় জানাই?

Google Oneindia Bengali News

জোহেনেসবার্গ, ৬ ডিসেম্বর : 'মাদিবা আর নেই'।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জেকব জুমা এই ঘোষণা করলেন। ততক্ষণে হাউটনের জনপ্রিয় সেই বাড়িটার সামনে ভিড় জমে গিয়েছে। সমবেত কণ্ঠে সবাই গেয়ে উঠলেন 'কোসি সিকেলেল ইয়াফ্রিকা',।
চোখের পলকে ভিড় বেড়ে প্রায় জনসুনামিতে পরিণত হল।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশ্বখ্যাত বর্ণবিদ্বেষ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা অর্থাৎ প্রিয় মাদিবাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভক্তেরা। কারও মুখ থমথমে। কারও চোখের জল বাঁধ মানছে না। সবার মুখের জাতীয় সংগীত কখন আবেগে মিশে বদলে গেল সংগ্রামের গান 'ভিভা মাদিবা'-য় কেউ বুঝতে পারেননি।

কারও হাতে তখন জ্বলন্ত মোমবাতি। কারও হাতে জাতীয় পতাকা। খবরটা শুনে প্রচণ্ড শীতের রাতে কেউ কম্বল জড়িয়েই বেরিয়ে পড়েছে। কেউ আবার নিজের ছোট শিশুর ঘুমকেও রেয়াত করেনি। কারণ এই রাতটা যে জীবনের চিরকালীন স্মৃতি হয়ে থাকবে শিশুমনে। বিশ্বের ক্রান্তিকারী মহানায়ক ম্যান্ডেলা।
সাংবাদিকদের ভিড়। গাড়ি, যানজট পুলিশের পক্ষে পরিস্থিতি সামলানোও কঠিন হয়ে পড়ছিল তখন।

দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন মাদিবা। কখনও অবস্থা সংকটজনক হয়ে পড়ছিল, কখনও স্থিতিশীল। তাঁর স্বাস্থ্যের উন্নতির আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ প্রার্থনা শুরু করে দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ম্যান্ডেলার। এই ভাবেই কাটতে থাকে দিনটা। রাত এগারোটা নাগাদ সরকারিভাবে তাঁর মৃত্যু ঘোষণা করা হয়।

আবেগে ভেসে যায় গোটা দেশ। 'টাটা মাদিবা। কী করে তোমায় বিদায় জানাই'।

১৮ জুলাই, ২০১২

১৮ জুলাই, ২০১২

সাউথ আফ্রিকা : নিজের ৯৪তম জন্মদিনে নেলসন ম্যান্ডেলা।

৪ জুলাই, ১৯৯০

৪ জুলাই, ১৯৯০

লন্ডন : ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থাচের সঙ্গে নেলসন ম্যান্ডেলা

১৩ ডিসেম্বর, ২০১২

১৩ ডিসেম্বর, ২০১২

ব্লোমফন্টেয় : প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার বিশাল মূর্তি উন্মোচিত হল নাভাল হিল-এ

১৮ জুলাই, ২০১৩

১৮ জুলাই, ২০১৩

প্রেটোরিয়া : যে হাসপাতালে নেলসন ম্যান্ডেলা চিকিৎসার জন্য ভর্তি ছিলেন, তার বাইরেই তাঁর বিশাল বড় ব্যানার নিয়ে প্রিয় মাদিবার সুস্থতার কামনা করছেন দক্ষিণ আফ্রিকাবাসী।

নেলসন ম্যান্ডেলা

নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশ্বখ্যাত বর্ণবিদ্বেষ বিরোধী নেতা...

৫ ডিসেম্বর, ২০১৩

৫ ডিসেম্বর, ২০১৩

চলে গেলেল নেলসন ম্যান্ডেলা, শোকস্তব্ধ গোটা দেশ

English summary
Tata Mandela, how do we say goodbye?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X