For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাগলের প্রলাপ বকছেন! ভোট গণনা বন্ধের দাবি করে রিপাবলিকানদেরই সমালোচনার মুখে ট্রাম্প

ভোটে কারচুপির অভিযোগ এনে রিপাবলিকানদেরই সমালোচনার মুখে ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

সময় যত গড়াচ্ছে তত ক্রমেই উজ্জ্বল হচ্ছে জো বাইডেনের জয়ের সম্ভাবনা। আর এমতাবস্থায় বেকায়দায় পড়ে বৃহঃষ্পতিবারই ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে গণনা প্রক্রিয়া বন্ধ রাখার ডাক দেন ট্রাম্প। যা নিয়েই ক্রমেই উত্তাল হচ্ছে মার্কিন রাজ্য-রাজনীতি। এমতাবস্থায় ট্রাম্পের সমালোচনায় আসরে নামতে দেখা গেল খোদ রিপাবলিকানদেরই।

সুইং স্টেট গুলির উপর ঝুলছে ট্রাম্প-বাইডেন ভাগ্য

সুইং স্টেট গুলির উপর ঝুলছে ট্রাম্প-বাইডেন ভাগ্য

প্রসঙ্গত উল্লেখ্য ৩ নভেম্বর ভোট শেষ হলেও বেনজিরভাবে কয়েকটি সুইং স্টেটের উপর ঝুলছে ট্রাম্প-বাইডেন দুই প্রার্থীর ভাগ্য। এদিকে ইতিমধ্যেই তবে ২৬৪টি ইলেক্টোরাল ভোট বা আসন নিয়ে ২৭০-এর ম্যাজিক ফিগারের প্রায় কাছেই চলে এসেছেন বাইডেন। এমতাবস্থায় বৃহস্পতিবার আবারও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

 পাগলের মতো কথা বলে কোনও লাভ নেই

পাগলের মতো কথা বলে কোনও লাভ নেই


ট্রাম্পের সাফ বক্তব্য স্বচ্ছ ভাবে কোনও দুর্নীতি ছাড়া ভোট গণনা হলে তিনি এগিয়ে থাকতেন। এমনকী টুইট বার্তায় তাঁর দাবি, বৈধ ভোটের নিরিখে প্রেসিডেন্ট পদের লড়াইয়ে তিনই জয়ী হয়েছেন। এদিকে তার এই বক্তব্যের পরেই প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা করতে দেখা যায় রিপাবলিকানদের। ইলিনয়জ থেকে রিপাবলিকান অ্যাডাম কিনজিঞ্জার টুইটে লিখছেন, " পাগলের মতো কথা বললেই হল না, এতে রিপাবলিকান সহ গোটা আমেরিকার ভাবমূর্তিই নষ্ট হচ্ছে। জালিয়াতির যদি সত্যি কোনও অভিযোগ থাকে তবে তা প্রমাণ সহ কোর্টে পেশ করা দরকার।"

 ট্রাম্পের সমালোচনায় মেরিল্যান্ডের গভর্নর

ট্রাম্পের সমালোচনায় মেরিল্যান্ডের গভর্নর

অন্যিদিকে মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান এই প্রসঙ্গে বলতে গিয়ে দ্ব্যর্থহীনভাবেবলেন, " কোনও ব্যক্তি বা নির্বাচনই আমাদের গণতন্ত্রের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। ট্রাম্পের মন্তব্যে গণতন্ত্রেরই মাথা হেঁট হচ্ছে। এখনও ভোট গণনা চলছে। অন্যান্যবারের এবারও আমাদের গণনা প্রক্রিয়া এমনকী ফলাফলের উপরেও আমাদের আস্থা রাখা উচিত। "

 সমালোচনা মার্কিন কংগ্রেসের সদস্য ম্যাক্রো রুবিওর

সমালোচনা মার্কিন কংগ্রেসের সদস্য ম্যাক্রো রুবিওর

প্রসঙ্গত উল্লেখ্য এর আগে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ তুলে আদালতে যাওয়ারও হুমকি দিতে দেখা যায় ট্রাম্পকে। যদিও ট্রাম্পের কারসাচির মুখে পাল্টা মোকাবিলার জন্য আইনি বিশেষজ্ঞের দল তৈরি রাখতে দেখা যায় বাইডেন শিবিরকেও। অন্যিদিকে বর্তমানে ট্রাম্পের বক্তব্যের প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায় ফ্লোরিডার রিপাবলিকান পার্টির মেম্বার তথা মার্কিন কংগ্রেসের সদস্য ম্যাক্রো রুবিওকে। তারও সাফ বক্তব্য, " ভোট গণনায় জালিয়াতি বা কারচুপির অভিযোগ আনা যেতেই পারে তবে তার আগে আদালতে পর্যাপ্ত প্রমাণ দাখিল করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না। "

সারা জীবনের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' নিয়ে মোদী সরকারের বড় ঘোষণা!সারা জীবনের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' নিয়ে মোদী সরকারের বড় ঘোষণা!

English summary
talking like crazy trump faces criticism from republicans for stopping vote counting in usa election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X