For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তালিবানের কাছেও এবার ধমক খেল পাকিস্তান! কাশ্মীর প্রসঙ্গ তুলে কাবুল থেকে এল বার্তা

কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে আফগানিস্তানের তুলনা করেছিল পাকিস্তান। আর তাতেই ইমরান খানের দেশকে কার্যত তুলোধনা করে ছেড়েছে আফগানিস্তানের তালিবানরা।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে আফগানিস্তানের তুলনা করেছিল পাকিস্তান। আর তাতেই ইমরান খানের দেশকে কার্যত তুলোধনা করে ছেড়েছে আফগানিস্তানের তালিবানরা। তালিবানদের তরফে জাবিনুল্লাহ মুজাহিদ , মূলত পাকিস্তানের মূল বিরোধী নেতা শাহবাজ শরিফের বক্তব্য নিয়ে ক্ষোভে ফুঁসছে তালিবানরা।

তালিবানের কাছেও এবার ধমক খেল পাকিস্তান! কাশ্মীর প্রসঙ্গ তুলে কাবুল থেকে এল বার্তা

তালিবানের তরফে জানানো হয়েছে, 'কাশ্মীরের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতির তুলনা করে চলেছে কিছু মহল। এতে কখনওই পরিস্থিতির উন্নতি হবে না। কারণ আফগানিস্তানের সমস্যাটা আলাদা।' পাশাপাশি তালিবানদের তরফে পাকিস্তান ও ভারতে সংযত থাকার বার্তা এসেছে তালিবানদের তরফেও। এর আগে , পাকিস্তানের সংসদে শাসক দলের বিরোধী নেতা শাহবাজ শরিফ বলেন, 'কী ধরনের পরিস্থিতি এটা যা আফগানরা পান আর তাঁরা শান্তি উপভোগ করেন, আর কাশ্মীরে রক্তপাত হয়? এটা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। '

[বন্যার কবলে দক্ষিণ ভারত, বিধ্বস্ত জনজীবন, দেখুন ফটোগ্যালারি]

যদিও পরিস্থিতি পরে সামাল দেওয়ার জন্য পাক রাষ্ট্রদূত জাহিদ নাসিরুল্লাহ বলেন, কাশ্মীরের পরিস্থিতি আর আফগানিস্তানের পরিস্থিতির মধ্যে ফারাক রয়েছে। আফগানিস্তানে যেধরণের হিংসা হয়েছে তার জন্য তা আলাদা , আর সেই সমস্যার সমাধান না হওয়াটা দুর্ভাগ্যজনক।

[আরও পড়ুন: ৩৭০ ধারা অবলুপ্তির পর রাষ্ট্রসংঘের মহাসচিবের কোন বার্তা উঠে এলো ভারত-পাকিস্তানের জন্য ][আরও পড়ুন: ৩৭০ ধারা অবলুপ্তির পর রাষ্ট্রসংঘের মহাসচিবের কোন বার্তা উঠে এলো ভারত-পাকিস্তানের জন্য ]

English summary
Taliban Rebukes Pakistan over Kashmir issue ,says don't compare with Afghanisthan's situataion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X