For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেই দেশটি দখল করতে পারে তালিবান, সাবধানবাণী প্রাক্তন প্রতিরক্ষা সচিবের

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেই দেশটি দখল করতে পারে তালিবান, সাবধান করলেন আমেরিকার প্রাক্তন প্রতিরক্ষা সচিব

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ শান্তিদূতের সঙ্গে তালিবানদের ইদানিংকালে কথাবার্তা চলছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে। যদিও সেই শান্তি বৈঠক এখনও সফল বলা চলে না এবং বেশ কিছু জটিলতার মিলিত সমাধান এখনও খুঁজে বের করতে পারেনি দুই পক্ষ, কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার আশা এবারে আফগানস্তানে একটি দীর্ঘমেয়াদি শান্তির খোঁজ পাওয়া যাবে।

মার্কিনিরা আফগানিস্তান ছাড়তেই দখল নেবে তালিবান, বলেছেন গেটস

মার্কিনিরা আফগানিস্তান ছাড়তেই দখল নেবে তালিবান, বলেছেন গেটস

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস ইতিমধ্যে একটি বিস্ফোরক দাবি জানিয়েছেন। তাঁর কথায়, যদি মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়, তবে ভবিষ্যতে তা ফের তালিবানদের দখলে চলে যাওয়ার আশু সম্ভাবনা রয়েছে।

এখানে উল্লেখ্য, ৯/১১-র জঙ্গিহানার পরে আমেরিকা আল-কায়দাকে ধরাশায়ী করার উদ্দেশে আফগানিস্তান আক্রমণ করার পরে তালিবানের পতন ঘটে। কিন্তু গত ১৭ বছরে তালিবান ফের মাথা চাড়া দিয়ে উঠেছে এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বহিরাগত শক্তিগুলিকে। অন্যদিকে, পশ্চিমের সাহায্যে আফগানিস্তানে যে গণতান্ত্রিক সরকার গঠন করা হয়েছে, তাও দুর্বল প্রমাণিত হয়েছে তালিবান দমনে।

'কী পরিস্থিতিতে সেনা প্রত্যাহার করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ'

'কী পরিস্থিতিতে সেনা প্রত্যাহার করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ'

আমেরিকার সিবিএস নিউজ-এর একটি প্রতিবেদন অনুযায়ী, গেটস বলেছেন যে ওয়াশিংটনের সবার আগে উচিত আফগানিস্তানের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং তার পরে সেনাবাহিনীকে সেখান থেকে সরানো। এই মুহূর্তে ১২,০০০ মার্কিন আধিকারিক আফগানিস্তানে নিযুক্ত রয়েছে।

প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ এবং তাঁর উত্তরসূরি বারাক ওবামা -- দু'জনের মেয়াদকালেই কাজ করা গেটস জানান যে কী পরিস্থিতিতে মার্কিন সেনাকে ঘরে ফিরিয়ে আনা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ।

নারীর অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা, সাবধান করলেন গেটস

নারীর অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা, সাবধান করলেন গেটস

আফগানিস্তানের সরকারের দীর্ঘমেয়াদি অস্তিত্বের জন্যে তাকে সাহায্য করাটাই সে-দেশের ভবিষ্যতের জন্যে গুরুত্বপূর্ণ বলেও গেটস জানান। পাশাপাশি, তালিবান ফের আফগানিস্তানের দখল নিলে তার কী পরিণতি হতে পারে, সে ব্যাপারেও সাবধান করেন এই পঁচাত্তর বছর বয়সী নেতা। আফগানিস্তানের নারীর অধিকার ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা কর���ন গেটস।

তালিবান আফগানিস্তানের সংবিধানে বদল আনার জন্যে তদ্বির করে ফেব্রুয়ারি মাসে রাশিয়ার মস্কোতে ঘটিত সে-দেশের কিছু রাজনীতিবিদের সঙ্গে বৈঠকে। কাবুল সরকারের তরফে বলা হয়েছে যে সংবিধানে সংশোধন একমাত্র আইনি পথেই করা সম্ভব।

English summary
Taliban might retake Afghanistan after US troops withdraw, warns former US defence secretary Robert Gates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X