For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ বাহিনীর সঙ্গে ফের ব্যাপক সংঘর্ষে লিপ্ত তালিবানেরা, পঞ্জশিরে নৃশংস ভাবে খুন সালেহ-র ভাই

মাসুদ বাহিনীর সঙ্গে ফের ব্যাপক সংঘর্ষে লিপ্ত তালিবানেরা, পঞ্জশিরে নৃশংস ভাবে খুন সালেহ-র ভাই

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই পতন হয়েছে পঞ্জশিরের(Taliban in Panjshir)। মাটিতে লুটিয়ে পড়েছে তালিবান বিরোধী শেষ প্রতিরোধ। এদিকে এই এলাকাতেই বিগত কয়েক সপ্তাহ ধরে আত্মগোপন করেছিলেন আফগানিস্তানের(Afghanistan) প্রাক্ত উপরাষ্ট্রপতি তথা তালিব জমানায় স্বঘোষিত রাষ্ট্রপতি আমিরুল্লাহ সালেহ (Amirullah Saleh)। সূত্রের খবর, পঞ্জশিরের দখলের পর থেকেই গোটা এলাকায় নিজেদের দাপট বাড়াচ্ছিল তালিবরা। তন্ন তন্ন করে খোঁজ হচ্ছিল সালেহ ও তাদের পরিবারের সদস্য। শেষ পাওয়া খবর অনুযায়ী অবশেষে তালিবানি কোপে শেষ হয়ে গেলেন আমিরুল্লাহর ভাই (Amirullah Saleh's Brother)।

তালিবানি হামলায় মৃত আমিরুল্লাহ সালেহ-র ভাই

তালিবানি হামলায় মৃত আমিরুল্লাহ সালেহ-র ভাই

এদিকে পঞ্জশিরের বেশিরভাগ এলাকা তালিবদের দখলে চলে গেলেও হার মানতে নারাজ আহমেদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ বাহিনী। এই মাসুদ বাহিনীকে সঙ্গে নিয়েই এতদিন যুদ্ধ চালাচ্ছিলেন আমিরুল্লাহ সালেহ। বর্তমানে তিনি তাজাকিস্তানে গিয়ে গা ঢাকা দিয়েছেন বলে খবর। এদিকে শেষ কামড় দিতে গত দুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল মাসুদ বাহিনী। তাদের সঙ্গেই ছিলেন সালেহের ভাই রোহুল্লাহ সালেহ। বর্তমানে পঞ্জশিরের বিভিন্ন প্রান্তে মাসুদ বাহিনীর সঙ্গে তালিবদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বলে জানা যাচ্ছে। অসমর্থিত সূত্রের খবর আর তাতেই মারা গিয়েছেন সালেহ-র ভাই।

নতুন করে প্রতিরোধ গড়ে তুলছে মাসুদ বাহিনী

নতুন করে প্রতিরোধ গড়ে তুলছে মাসুদ বাহিনী

অন্যদিকে পঞ্জশিরে নতুন করে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে মাসুদ বাহিনী। মারা গিয়েছে প্রচুর তালিবানি উগ্রপন্থী। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পঞ্জশির উপত্যকার বিভিন্ন অংশে এখনও দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। বলা হচ্ছে, গত রাতেও তালিবান এবং আমরুল্লাহ সালেহের সমর্থকদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। এতেই মারা গিয়েছেন রোহুল্লাহ সালেহ মারা যান। এদিকে তালিবানদের দাবি, তারা ইতিমধ্যেই নাকি আমিরুল্লাহ সালেহের লাইব্রেরিতে পৌঁছে গিয়েছে। দখল নেওয়া হয়ে গিয়েছে অন্যান্য বাসস্থানেরও।

সালেহ-র লাইব্রেরিও তালিবানি কব্জায়

সালেহ-র লাইব্রেরিও তালিবানি কব্জায়

এমনকী ইতিমধ্যে লাইব্রেরি দখলেও ছবিও প্রকাশ করেছে তালিবানেরা। ওই ছবিতেই তালিব সন্ত্রাসীদের একই জায়গায় বসে থাকতে দেখা যাচ্ছে। এদিকে কয়েকদিন আগে এই লাইব্রেরি থেকে বসেই ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন সালেহ। এদিকে আগামী ১১ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে সূচনা হতে চলেছে আফগানিস্তানেক তালিবান সরকারের। চিন, রাশিয়া, পাকিস্তান ইতিমধ্যেই তাদের সমর্থন দিলেও এক্ষুনি তালিবানদের সমর্থন না করার জন্য তাজিকিস্তান ও উজবেকিস্তান সহ আন্তর্জাতিক মহলের কাছে দরবার করেছে আহমেদ মাসুদের সমর্থক মার্শাল দোস্তাম।

মাসুদদের অস্ত্র ঘাঁটিও তালিবানদের দখলে

মাসুদদের অস্ত্র ঘাঁটিও তালিবানদের দখলে

এদিকে শুধু তাই নয়, তালিবান জঙ্গিরা ইতিমধ্যেই পঞ্জশিরে মাসুদদের একটি অস্ত্র ঘাঁটি দখল করে নিয়েছে বলে জানা যাচ্ছে। যার ফলে বড় ধাক্কা খেয়েছে মাসুদ বাহিনী। এমনকী ওই এলাকারও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তালিবানদের তরফে। এদিকে পঞ্জশিরের একটি বিশাল এলাকা দখল করার পর, তালিবানেরা এখন ঘরে ঘরে গিয়ে মাসুদ সমর্থকদের সন্ধান করছে। চলছে নির্মম অত্যাচার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Taliban aggression in Panjshir, murder Amirullah Saleh's brother
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X