For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাইওয়ানে মহিলার চোখের ভেতর থেকে টেনে বের করা হলো চারটি জীবন্ত মৌমাছি

তাইওয়ানে এক মহিলার চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তাররা আবিষ্কার করেছেন যে তার চোখের ভেতরে চারটি জীবন্ত মৌমাছি 'বসবাস করছে'। তাইওয়ানে এরকম ঘটনার কথা আগে কখনো শোনা যায় নি।

  • By Bbc Bengali

সোয়েট বী - যা মানুষের ঘামের প্রতি আকৃষ্ট হয়
Getty Images
সোয়েট বী - যা মানুষের ঘামের প্রতি আকৃষ্ট হয়

তাইওয়ানে এক মহিলার চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তাররা আবিষ্কার করেছেন যে তার চোখের ভেতরে চারটি জীবন্ত মৌমাছি 'বসবাস করছে'।

তাইওয়ানে এরকম ঘটনার কথা আগে কখনো শোনা যায় নি।

এই মহিলার নাম মিজ হে, বয়স ২৮। তিনি তার এক আত্মীয়ের কবর থেকে আগাছা পরিষ্কার করছিলেন, সে সময় বাতাসের ঝাপটায় মৌমাছিগুলো তার চোখের ভেতর ঢুকে যায়। মহিলা ভেবেছিলেন, তার চোখে ধুলো পড়েছে।

ফুয়িন বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডাক্তার হং চি তিং বিবিসিকে বলেন, তিনি পাঁচ মিলিমিটার লম্বা পতঙ্গগুলোকে টেনে বের করে আনার পর নিজেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

তাইওয়ানের টিভিতে মৌমাছিগুলোর ছবি দেখানো হয়েছে। (ভিডিওটি দেখতে পারেন এখানে।)

এগুলো যে ধরণের মৌমাছি তাকে বলে সোয়েট বী বা হ্যালিস্টিডি। এরা মানবদেহের ঘামের প্রতি আকৃষ্ট হয় এবং কখনো কখনো ঘামের সঞ্চার ঘটাতে মানুষের দেহে এসে বসে।

এ ছাড়া এই মৌমাছি মানুষের চোখের পানিও পান করে, কারণ চোখের অশ্রুতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। যুক্তরাষ্ট্রের কানসাসের এক প্রতিষ্ঠানের চালানো গবেষণায় এ কথা বলা হয়।

মিজ হে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এবং তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

মৌমাছি ঢুকে যাবার সময় মিজ হে ভেবেছিলেন তার চোখে হয়তো ধুলোবালি পড়েছে। কিন্তু কয়েক ঘন্টা পরও চোখের ফোলা ও ব্যথা না কমায় তিনি ডাক্তারের কাছে যান।

ডা. হং বলছিলেন, আমি দেখলাম তিনি চোখ পুরোপুরি বন্ধ করতে পারছেন না। আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম চোথের কোণায় একটা পতঙ্গের পায়ের মতো কিছু দেখা যাচ্ছে।

"আমি সেটাকে টেনে বের করতেই দেখলাম, আরেকটা দেখা যাচ্ছে, তার পর আরেকটা। এভাবে চারটা বের করা হলো। মৌমাছিগুলোর সবকটাই ছিল জীবন্ত।"

ডাক্তার হং বলেন, মিজ হে-র সৌভাগ্য যে তিনি মৌমাছিগুলো চোখের ভেতরে থাকার সময় চোখ ঘষেন নি।

"তিনি কনট্যাক্ট লেন্স পরা ছিলেন, তাই লেন্স ভেঙে যাবার ভয়ে তিনি চোখ ঘষেন নি। যদি তা করতেন তাহলে হয়তো মৌমাছিগুলোর বিষ ছাড়তো এবং তাতে তার অন্ধ হয়ে যাবার সম্ভাবনা ছিল" - বলেন ডা. হং।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

ভারতের নির্বাচনে মোদী জিতলেই ভালো, বলছেন ইমরান

হোমিওপ্যাথি চিকিৎসায় কেন আস্থা রোগীদের?

আদালতে আড়াই মাসের শিশু, আইন বদলানোর আদেশ

সারা বিশ্বে দিনে কত জীবজন্তুর জন্ম হয়?

English summary
Taiwan doctor finds four sweat bees living inside woman's eye
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X