For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু করোনা নয়, ইন্টারনেটেও ছড়িয়ে রয়েছে চিনা ভাইরাসের জাল! বেজিংয়ের মাস্টারপ্ল্যান ফাঁস তাইওয়ানের

Google Oneindia Bengali News

বিশ্বের ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ৫জি-র অন্তরালে ট্রোজান হর্স হিসাবে হুয়েইকে ব্যবহার করার পরিকল্পনা করছিল চিন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন তাইওয়ান সরকারের প্রযুক্তি মন্ত্রী। তিনি আরও বলেন, ২০১৪ সালে এই বিষয়টি জানার পরই চিনের সংস্থা হুয়েই-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাইওয়ান।

চিনকে বড় ধাক্কা দিল ব্রিটেন

চিনকে বড় ধাক্কা দিল ব্রিটেন

এদিকে এই বিষয়ে চিনকে বড় ধাক্কা দিল ব্রিটেনও। সে দেশে ফাইভ জি নেটওয়ার্কের পরিকাঠামো তৈরির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল চিনা টেলিকম সংস্থা হুয়েইকে। আন্তর্জাতিক স্তরে চিনের প্রতি ক্ষোভ থেকেই সেই দায়িত্ব তুলে নেওয়া হল মঙ্গলবার।

হুয়েইকে নিয়ে রিপোর্ট দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

হুয়েইকে নিয়ে রিপোর্ট দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

সম্প্রতি হুয়েইকে নিয়ে একটি রিপোর্ট দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ। ফাইভ জি নেটওয়ার্ক পরিকাঠামোতে এমন যন্ত্র ঢুকিয়ে দেওয়া হতে পারে, যা কিনা গোটা ব্যবস্থাকেই বিকল করে দেবে। এমন আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা বিভাগ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রেও ফাইভ জি নেটওয়ার্ক পরিকাঠামোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হুয়েইকে।

ভারতকে সমর্থন তাইওয়ানের

ভারতকে সমর্থন তাইওয়ানের

প্রসঙ্গত, এর আগে চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনা নিয়ে ভারতকে সমর্থন জানিয়েছিল তাইওয়ান। তাইওয়ান নিউজ এর ওয়েবসাইটে একটি অভূতপূর্ব ছবি প্রকাশিত হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানে দেখা যায় যে চিনের ড্রাগনকে তির মারছেন শ্রী রাম।

তাইওয়ানের উপর চিনের দাবি

তাইওয়ানের উপর চিনের দাবি

প্রসঙ্গত, ১৯৪৯ সালে চিনের গৃহযুদ্ধের শেষে তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে চিন। তারা বলে, প্রয়োজন হলে, তাইওয়ানকে জোর করে হলেও চিনের সঙ্গে একীভূত করা হবে। সেই দাবির বিরোধিতায় সরব সাই ইং-ওয়েন সম্প্রতি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবার সেই দেশই ফের চিনের পরিকল্পনা ফাঁস করে দিল বিশ্বমঞ্চে।

দক্ষিণ চিন সাগরের উত্তেজনা

দক্ষিণ চিন সাগরের উত্তেজনা

দক্ষিণ চিন সাগরে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ আর চিনের বর্ধিঞ্চু সামরিক শক্তি প্রদর্শন। এরই মধ্যে আমেরিকার এই পদক্ষেপে তাইওয়ানকে নিজেদের ভূ-সীমানার অংশ দাবি করা চিন ক্ষুব্ধ হয়েছে। ব্যস্ত আন্তর্জাতিক জলপথের অংশ তাইওয়ানের এই প্রণালি। এই বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, প্রয়োজনের তাগিদে যেকোনও দেশের জাহাজ এখানে প্রবেশ করতে পারে।

<strong>ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করুন নয়তো সেনা থেকে পদত্যাগ করুন! কড়া বার্তা দিল্লি হাইকোর্টের</strong>ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করুন নয়তো সেনা থেকে পদত্যাগ করুন! কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

English summary
Taiwan digital minister says their gov acted in 2014, now warns Huawei of China's 5G Trojan horse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X