For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কয়েকজন করোনা পজিটিভ হয়েছেন বলে আমাদের দায়ী কার কি ঠিক!' তবলিঘি প্রধানের প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

আর্থিক তছরুপ থেকে শুরু করে তাঁর একাধিক আর্থিক লেনদেন আপাতত ইডির স্ক্যানারে। ক্রমেই মার্কজ প্রধান মৌলানা সাদের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নিয়ম ভঙ্গ করে করোনার আবহে ধর্মীয় সভা আয়োজনের জন্য় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে আফআইআর দায়ের হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের আইনজীবীর মারফৎ এক সাক্ষাৎকারের জবাব দিয়েছেন স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকা তবলিঘি প্রধান মৌলানা সাদ।

 অনুমতি নেওয়া সংক্রান্ত প্রশ্নে কী জবাব?

অনুমতি নেওয়া সংক্রান্ত প্রশ্নে কী জবাব?

এক সর্বভারতীয় পত্রিকা তার সাক্ষাৎকারে মার্কজ প্রধানকে জিজ্ঞাসা করেছিল যে , প্রশাসনিক অনুমতি ছাড়াই কি তিনি এই ধর্মীয় সভা আয়োজন করেন? যার জবাবে মৌলানা সাদ বলেন, 'ধর্মীয় বার্তা দেওয়ার জন্য কারোর অনুমতির প্রয়োজন আছে বলে মনে করি না। বা কোনও একটি ভবনে ধর্মীয় আলোচনা করার জন্য কারো প্রয়োজন নিতে হবে বলেও মনে করি না।' তাঁর দাবি তবলিঘির ধর্মীয় সভা বাকি ধর্মীয় কার্যপ্রণালীর থেকে আলাদা।

 পুলিশের সঙ্গে সহযোগিতা

পুলিশের সঙ্গে সহযোগিতা

প্রশ্ন ছিল যে, পুলিশের সঙ্গে মৌলানা সাদ সহযোগিতা করছেন কি না। যার জবাবে সাদ বলেন, তিনি সম্পূর্ণভাবে দিল্লির পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। যাবতীয় নোটিসের জবাবও দিয়েছেন তিনি। এমনকি তবলিঘি সদস্যদেরও পুলিশের সঙ্গে সহযোগিতা করার বার্তা দেন তিনি।

মার্কজ ও করোনা ইস্যু

মার্কজ ও করোনা ইস্যু

সাদ বলেন, কয়েকজন মার্কজ প্রতিনিধি কোভিড পজিটিভ হয়েছেন এটা দুর্ভাগ্যজনক। তবে তবলিঘির একটা বড় অংশের সদস্যরাই করোনা নেগেটিভ । এতে কি 'মার্কজকে করোনার জন্য দায়ী করা যায়'? প্রশ্ন তোলেন সাদ।

ভারতে করোনা ও মৌলানা সাদ

ভারতে করোনা ও মৌলানা সাদ

মৌলানা সাদের প্রশ্ন, ভারতে প্রছথম করোনা আক্রান্ত ধরা পড়ার পর সরকার কী কী ব্যবস্থা নিয়েছে? ফেব্রুয়ারি ও মার্চে তবলিঘি ছাড়াও দেশে অন্য কোথাও কি কোনও জন সমাগম হয়নি ? প্রশ্ন তুলেছেন মৌলানা সাদ।

English summary
Tablighi Jamaat chief says, Few tested corona positive does that make us responsible
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X