For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলায় মৃত কমপক্ষে ১০০, আহত ৪০০

উত্তর সিরিয়ার ইদলিবে বিষাক্ত গ্যাসের হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ার মেডিক্যাল রিলিফ দলের দাবি, বিষাক্ত রাসায়ণিক গ্যাসের জেরে কমপক্ষে ৪০০ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে।

Google Oneindia Bengali News

প্যারিস, ৫ এপ্রিল : উত্তর সিরিয়ার ইদলিবে বিষাক্ত গ্যাসের হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ার মেডিক্যাল রিলিফ দলের দাবি, বিষাক্ত রাসায়ণিক গ্যাসের জেরে কমপক্ষে ৪০০ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যে এই হামলা নিয়ে তদন্ত অভিযান শুরু করেছে। কিভাবে হয়েছে বা কোন অস্ত্রের সাহায্যে এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা খতিয়ে দেখার পাশাপাশি আহতদের জন্য মেডিক্যাল পরিষেবায় কোনও গলদ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলায় মৃত কমপক্ষে ১০০, আহত ৪০০

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই ঘটনার কড়া নিন্দা করেছে। ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঙ্কোইস হল্যান্ডে এই ঘটনায় সরাসরি সিরিয়া সরকারকে দায়ি করেছে। উত্তর সিরিয়ার ইদলিবে সরকারের প্রতি বিদ্রোহী মনোভাবাপন্ন মানুষের ভিড় বেশি। আর সেই কারণে সিরিয়া সরকারই এই হামলা চালিয়েছে বলে অনেকেই মনে করছে।

যদিও সিরিয়ার সেনা এই হামলার পিছনে তাদের কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছে। তবে, ফ্রান্স চাইছে এই গ্যাস হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিল ইউএনএসসির সঙ্গে জরুরীকালীন বৈঠকে বসতে।

English summary
Syrian Gas Attack: At Least 100 Dead, 400 Injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X