For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোড়া বিস্ফোরণে জেরবার দামাসকাস, মৃত কমপক্ষে ৩১

জোড়া আত্মঘাতী হামলায় ফের ক্ষতিগ্রস্ত সিরিয়ার রাজধানী দামাসকাস। দুটি আলাদা ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন ১০২ জন।

  • |
Google Oneindia Bengali News

দামাসকাস, ১৬ মার্চ: জোড়া আত্মঘাতী হামলায় ফের ক্ষতিগ্রস্ত সিরিয়ার রাজধানী দামাসকাস। দুটি আলাদা ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন ১০২ জন।

প্রথমে দামাসকাসের এক আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণে মারা যান ৩১ জন। সংবাদ সংস্থা SANA -এর খবর, বুধবারের আত্মঘাতী হামলায় আহত হয়েছেন বহু মানুষ। নিহতের সংখ্যা বাড়াতে পারার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, আদালত চত্বরে ওই আত্মঘাতী দুষ্কৃতি ঢোকবার সময়ই বাঁধা পায় ও তখনই বিস্ফোরণ ঘটায়।

জোড়া বিস্ফোরণে জেরবার দামাসকাস, মৃত কমপক্ষে ৩১

এছাড়াও দ্বিতীয় আত্মঘাতী হামলাটি হয় দামাসকাসের রাবওয়েহতে। এক রেস্তোরাঁতে এই হামলা চালানো হয়। এই হামলায় আহত হয়ছেন ২৮ জন।

এই নিয়ে বিগত ৫ দিনের মধ্যে প্রায় ২ বার হামলা হল সিরিয়ার রাজধানী দামাসকাসে। টানা ৭ বছর ধরে চলা যুদ্ধে এমনিতেই বিধ্বস্ত তথা ক্ষতিগ্রস্ত সিরিয়া। এখনও পর্যন্ত এই ধরনের একের পর এক হামলায় সেদেশের পরিস্থিতি আরও অবনতির দিকে চলেছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

English summary
Two suicide bombings hit the Syrian capital of Damascus on Wednesday, killing dozens as the country's war entered its seventh year.A suicide bomber detonated his explosive vest in the capital's main judicial building early in the afternoon, killing at least 31 people and wounding 102 others, Syria's state news agency SANA reported. A second attacker detonated himself at a restaurant in the Rabweh area of Damascus, according to SANA, wounding at least 28 people.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X