For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার জঙ্গিহানা: পুলিশি তৎপরতায় মুক্তি পেলেন পণবন্দিরা, ১ জঙ্গী সহ মৃত ২

Google Oneindia Bengali News

পুলিশি তৎপরতায় মুক্তি পেলেন পণবন্দিরা, ১ জঙ্গী সহ মৃত ২ বন্দি
সিডনি, ১৬ ডিসেম্বর : ১৪ ঘন্টার কঠিন লড়াইয়ের পর অবশেষে মুক্তি পেলেন ক্যাফেতে আটকে থাকা পণবন্দিরা। সশস্ত্র পুলিশবাহিনীর চেষ্টায় অবশেষে থামানো গেল। তবে অপারেশন শেষে অস্ট্রেলিয়ার পুলিশের তরফে জানানো হয়েছে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন জঙ্গী বলেও জানিয়েছে পুলিশ। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন।

পুলিশ সূত্রের খবর স্থানীয় সময় মধ্যরাত ২ টো ১০ মিনিট নাগাদ জঙ্গী শিবিরকে পরাজিত করতে সফল হয় পুলিশ। নিউ সাউথ ওয়ালস পুলিশ কমিশনার জানিয়েছেন, ক্যাফের ভিতর থেকে গুলির আওয়ার শোনা যাওয়ার পর এক মুহূর্তও দেরি করেনি পুলিশ। যত তাড়াতাড়ি সম্ভব ক্যাফের মধ্যে প্রবেশ করে তারা। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ, তখন না ঢুকলে হয়তো আরও কিছু প্রাণের বলি যেতে পারে বলে মনে করেছিল কর্তব্যরত পুলিশকর্মীরা। তার আগে পর্যন্ত মনে করা হচ্ছিল বন্দি হলেও কাউকে আঘাত করেনি জঙ্গিবাহিনী।

আরও পড়ুন : পুলিশি তৎপরতায় মুক্তি পেলেন পণবন্দিরা, ১ জঙ্গী সহ মৃত ২ বন্দি

যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্য়ে একজন পুরুষ (৩৪ বছর) ও এক মহিলা ছিলেন (৩৮ বছর)। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন।

পুলিশের তরফে এও জানানো হয়েছে, ক্যাফের ভিতরে প্রবেশ করার ঠিক আগে কমপক্ষে ৬ পণবন্দিকে ক্যাফে থেকে দৌড়তে দেখা গিয়েছে। পরে পুলিশের তরফে জানানো হয়েছে ক্যাফেতে ১৭ জন পণবন্দী ছিলেন।

এই ক্যাফেতে ভারতীয় এক আইটি আধিকারিকও আটকে পড়েছিলেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে তিনি সুরক্ষিত রয়েছেন। এছাড়াও আরও এক ভারতীয় ওই ক্যাফেতে পণবন্দী হয়েছিলেন তিনিও সুরক্ষিত রয়েছেন।

English summary
Sydney Hostage Siege Ends With Gunman and 2 Captives Dead as Police Storm Cafe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X