For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ ইস্যুতে ফের পাকিস্তানের বিরুদ্ধে নাম না করে তোপ সুষমার

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের কর্মসূচির মাঝেই নাম না করে ফের একবার পাকিস্তানকে একহাত নিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের কর্মসূচির মাঝেই নাম না করে ফের একবার পাকিস্তানকে একহাত নিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ প্রসঙ্গে পরোক্ষে পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন সুষমা।

উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ ইস্যুতে ফের পাকিস্তানের বিরুদ্ধে নাম না করে তোপ সুষমার

বিদেশমন্ত্রী এদিন বলেন, উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িয়ে রয়েছে তাদেরও চিহ্নিত করা হোক, তাদেরও এই কাণ্ডের ভাগিদার হিসাবে মনে কার হোক। বিদেশমন্ত্রীর এই বক্তব্য রাখার খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। উল্লেখ্য, এর আগে বহুবার উত্তর কোরিয়া-পাকিস্তানের নিউক্লিয়ার বিষয়ক সম্পর্ক নিয়ে নানা তথ্য উঠে এসেছএ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র রিপোর্টে। এবার সেই তথ্য গুলির প্রসঙ্গকে আরও একবার উস্কে দিলেন সুষমা স্বরাজ।

উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে পাকিস্তানের পরমাণু বম্বের জনক আব্দুল কাদের স্বীকার করেন যে পরমাণু বিষয়ক বহু তথ্য পাকিস্তান ইরান , লিবিয়া ও কোরিয়াকে দিয়েছে। এরপর , এমাসের শুরুতেই পাকিস্তানি পদার্থবিদ পারভেজ হুদভয় জানান যে আব্দুল কাদের এই কাজ একা করেছেন নাকি তাঁর সঙ্গে আরও অনেকেই ছিলেন , তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।

শুধু সুষমা স্বারজ নন, গত সপ্তাহেই জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবের সঙ্গেও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুদেশের যৌথ বিবৃতিতে পাকিস্তানকে আক্রমণ করা হয়। সেখানে উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ নিয়ে নিন্দার পাশপাশি পরোক্ষে কটাক্ষ করা হয় পাকিস্তানকে।

English summary
Without mentioning it, Union minister Sushma Swaraj managed a well-aimed swipe at Pakistan while "deploring" North Korea's recent missile tests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X