For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশ সফরের শেষ দিনে ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিলেন সুষমা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সুষমা
ঢাকা, ২৭ জুন: বাংলাদেশ সফরের শেষ দিনে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁকে দেখতে ভিড় উপচে পড়েছিল।

দু'দিনের সফরে গত বুধবার রাতে এ দেশে আসেন তিনি। ঠাসা কর্মসূচি ছিল এদিনও। সকালে যান ঢাকেশ্বরী মন্দিরে। পুরোহিত মন্ত্রপূত ফুল দিয়ে তাঁকে আশীর্বাদ করেন। ঢাকেশ্বরী মন্দিরের নাটমন্দিরের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তিনি হিন্দিতে ভাষণ দেন। বলেন, "দু'দেশের বন্ধুত্ব খুব গভীর। এটা আরও গভীরতর হবে। সামান্য যে ভুল বোঝাবুঝি আছে, তা দূর করতে আমরা চেষ্টা চালিয়ে যাব। খোলা মন নিয়ে বাংলাদেশে এসেছি। ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে যাচ্ছি।"

মন্দির থেকে তিনি সোজা আসেন সোনারগাঁও হোটেলে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানা এবং মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান। আধ ঘণ্টা তাঁরা কথা বলেন। এর পর আসেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান এবং গওহর রিজভি। সব শেষে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দু'জনে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

শুক্রবার দুপুরে ঢাকা ছাড়ার আগে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, "এই সফর চমৎকার সূচনা। বাংলাদেশ সরকার ও সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা ভারতের সঙ্গে আরও বন্ধুত্ব, ব্যাপক সহযোগিতা ও যোগাযোগ রাখতে আগ্রহী। এই উপলব্ধি নিয়ে আমরা ফিরে যাচ্ছি।"

ভারতের নতুন সরকার পূর্ণ মেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, "সরকার কাজ করে সরকারের সঙ্গে। ভারত সরকার কাজ করবে বাংলাদেশ সরকারের সঙ্গে। বাংলাদেশের ঘরোয়া বিষয়গুলি এ দেশের জনগণকেই সমাধান করতে হবে।"

English summary
Sushma Swaraj offers prayer at famous Dhakeshwari Temple, Dhaka visit ends
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X